পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । VaᏣ রবির তাপেতে র্তার স্বেদ সদা বহিছে। । ছিল স্থল কলেবর, ভ্রমণেতে স্থঙ্কাতর, গিরিচর নাগ সম প্রাণ মাত্র ধরিছে ৷ ( পরে নিকটে গিয়া ) স্বামির জয় হউক২ । মহারাজ ! এই অরণ্য, গৃহীত মৃগ হইয়াছে ; অতএব অন্য কি আর অনুষ্ঠান করিতে হইবে, আজ্ঞা করুন। রাজা। ভদ্রসেন । মৃগয়াদ্বেষি মাধব্য কর্তৃক আমি ভ গ্নোৎসাহী হইয়াছি। . সেনা । ( জনান্তিক করিয়া ) সখে মাধব্য ! তুমি আপন প্রতিজ্ঞ ত্যাগ করিও না, আমি সম্প্রতি কাণপনিক ব্যবহারে স্বামির চিত্তবৃত্তির অনুবন্ত্রী হই । ( পরে প্রকাশ পূর্ব্বক) দেব ! এই বিধবার পুত্র প্রলাপ কহিতেছে, দেখুন আপনিই ইহার নিদর্শন। মেদচ্ছেদে রুশোদর, হয়েছেনু নৃপবর সাহসিক হইয়াছে অঙ্গ । ভয় ক্রোধে পশুগণ, হইলে বিরুত মন, ধস্বিরা শুদ্ধ সে বুঝে রঙ্গ । যদি ধানুকির শর, পাত হয় লক্ষোপর, কত মুখোদয় মনে তার । - এমত মৃগয়া ধনে, মিথ্যা কহে কত জনে, ঈদৃশ আমোদ কোথা আর ॥ ৰিদু। (সরোষ ) রেউৎসাহকারি দাসীপুত্র ক্ষান্ত হ ! আর প্রবৃত্তি জন্মাইতে হইবেক না, আমাদের স্বামী আদা