পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N)や অভিজ্ঞান শকুন্তলা নাটক । প্রকৃতিকে পাইয়াছেন। আমি দেখিতেছি তুই বনে২ ভ্রমণ করিতেই একদিন শৃগাল ও মৃগলোভি ঋক্ষমুখে পতিত হইবি । রাজা। সেনাপতে । আমরা আশ্রমের সন্নিকটে স্থিতি করিতেছি, অতএব তোমার কথায় অদ্য আমি আনন্দিত হইলাম না। শৃঙ্গাঘাত কুতূহলে, মহিষ নিপান জলে, . জলক্রীড়া করুক এখন । মৃগগণ ছায়া তলে, বদ্ধ হয়ে দলে দলে, করুক উদগীর্য্য চর্ব্বণ ॥ বরাহেরা এইক্ষণ, হইয়ে নিশ্চিন্ত মন, পলুলের মুস্তা সব খাক । এই মম ধনু আর, ছাড়িয়ে রজজুর ভার, শিথিলু ভাবেতে এবে থাক । সেনা । প্রভুর যেমন অভিরুচি। । রাজা । সেনাপতে ! অগ্রগামি ধনুগ্রহি সৈন্য সামন্তদিগকে কহ যে তাহারা তপোবন অবরোধ না করিয়৷ দুর হইতে প্রস্থান করে। দেখ ! . তপোবন শান্ত কিন্তু সন্তাপ কারণ | গোপনীয় তেজ এক ধরে অনুক্ষণ ॥ স্থর্য্যকান্ত মণির স্বভাবে শৈত্যগুণ । অন্য তেজঃ প্রাপ্ত হলে হয় সে বিগুণ ॥ মেলা। যে আজ্ঞা মহারাজ ।