পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$

  • ○b অভিজ্ঞান শকুন্তলা নাটক।

অনিমেষ অণথি, উৰ্দ্ধদেশে রাখি, অতি অনুরাগ ভরে। কোন ভাবে নরে, বিলোকন করে, পূর্ণিমার স্বধাকরে । পরিহার্য্য বস্তুতে দুষ্মন্তের মন কখন প্রবৃত্ত হয় না। বিদু। সে কিৰূপ বলুন । রাজা । সুরনারী পরিহার করিলে ফুহিত । যত্নেতে হইল সেই মুনির পালিত । অকোপরি শোভে নব মল্লিক। যেমন । সেই ৰূপ ভাব তায় হয় দরশন ॥ বিদু। (হাস্য করিয়া) যেমন পিণ্ড খর্জর ভক্ষণের পর তিন্তিড়ি প্রতি অভিলাষ জন্মে, পুরস্ত্রী রত্নে তৃপ্তভোগী হইয়া আপনার সেই কামিনীর প্রার্থনাও তন্দ্রপ । রাজা । সখে । ইহার কিছুই তুমি জ্ঞাত নহ, কারণ এ প্রকার কহিতেছ। বিদু। সেই স্ত্রী নিশ্চিত রমণীয়া হইবে, কেননা সে মহা রাজের বিস্ময় উৎপাদন করিয়াছে । রাজা । বয়স্ত ! অধিক কি বলিব । বিস্তর ভাবিয়ে বিধি, কুশাঙ্গীর ৰূপনিধি, গড়েছেন অতি চমৎকার । হেরিলে সে ৰূপ তার, মনে হয় অনিবার, কত গুণ আছে বিধাতার ।