अडिख्ठान भकूडली माझेक। • বিদু। বুঝিলাম ৰূপবতীদিগের মধ্যে সে সর্ব্বোৎকৃষ্ট হইবেক | - - রাজা। বয়ন্ত । শকুন্তলা এপর্য্যন্তও আমার মনে জাগ ৰূক রহিয়াছে । অনাঘ্রাত কুসুম, অচ্ছিন্ন কিসলয় । অত্যক্ত রতন, বা অভুক্ত রস হয় । অখণ্ড পুণ্যের ফল, এই লয় মনে । না জানি গড়িল বিধি কাহার কারণে ॥ বিদু। বয়স্ত ! তবে শীঘ্র যাইয় তাহাকে উদ্ধার কর, নতুবা কোন তৈলাক্ত চিক্কণশির অসভ্য তপস্বির হস্তে পতিত হইবে । রাজ। বয়স্ত ! সেই রমণী পরাধীন, কিন্তু সম্প্রতি তা হাঁর নিকটে গুরুজন নাই । বিদু। আপনকার উপর তাহার কীৰ্দশ অনুরাগ। রাজা। বয়স্ত! তপস্বিকন্যারা স্বাভাবিক অপ্রগলভা। তথাপি অভিমুখ আমি তার হয়েছি যখন । তখনি সে ফিরায়েছে আপন নয়ন ॥ কোন এক প্রসঙ্গ হইলে উত্থাপন । উঠেছে অমনি হেসে সে বিধুবদন । স্থির ভাবে রাখিয়াছে মন অভিলাষ । অনুরাগ গুপ্ত নহে নহেতো প্রকাশ। বিদু। (হান্ত করিয়া) সখে ! দৃষ্টি মাত্রেই কি তোমার ক্রোড়ে আরোহণ করিবে ।
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।