পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তল৷ নাটক । তৃতীয় অঙ্ক । কুশ লইযজমান শিষয় প্রবেশ করিল। শিষ্য । ( চিন্তা করিয়া বিস্ময়াপন্ন ) আহে ! মহাপ্রভাব রাজ। দুষ্মন্ত সারথিদ্বিতীয় হইয়া অত্র প্রবিষ্ট মাত্রেই অম্মদাদির কার্য্য সমস্ত নিরুদ্বিগ্ন হইল। জ্যার শব্দে গেল বিঘ্ন কিবা কথা শরে । ধনুর হুঙ্কারে বিস্ত্র পলাল অন্তরে । সম্প্রতি বেদিসংস্তরণ নিমিত্ত আমি গিয়া এই সমস্ত কুশ যাজ্ঞিকদিগকে সম্প্রদান করি, ( যাইতে যাইতে প্রিয়ম্বদাকে অবলোকন করিয়া ) প্রিয়ম্বদে ! এ উশীরানুলেপন ও সমৃণাল নলিনীদল কাহার নিমিত্ত লইয়া যাইতেছ? কি বালতেছ ? আতপতাপে