পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so अउिख्शन भकूडणा नाछेक । বার নিমিত্ত ? প্রিয়ম্বদে ! যত্ন পূর্বক তাহার শুশ্রুষা করিও, কারণ শকুন্তলা কুলপতি ক মুনির দ্বিতীয় নিশ্বাসস্বৰূপ । আমিও তাহার নিমিত্ত ষজ্ঞশান্তিসলিল গোতমীর হস্তে প্রদান করিব । ইতি নিষ্কান্ত । বিষ্কন্তুক । ( ১১) অনন্তর স্মরদশাপন্ন রাজা প্রবেশ করিলেন । রাজা । ( নিশ্বাস পরিত্যাগ করিয়া) তপোবল জানি, বালা পরাধীন আর । তবু তাহ হতে মন ফেরে না আমার ॥ নীচগামী জল কভু ফেরেন যেমন । আমার মনের গতি হয়েছে তেমন ॥ হে ভগবন মন্মথ ! তোমার কুরুমশরের স্বাভাবিক এতাদৃশ তীক্ষত কোথা হইতে হইল। ( পরে স্মরণ করিয়া ) হুঁ বুঝিয়াছি। অদ্যাপি তোমাতে হরকোপানল জ্বলে । যেৰূপ বাড়বানল জলধির জলে ৷

ে১১১ প্রথমে পুর্ব্বকথার স্মরণ করিয়া দিয়া ষে বিষয়ের অভিনয় হইবে তাহার ভাবিকথার অংশকে যাহা সুচনা করিয়া দেয় তাহাকে বিক্ষত্তক কছে। এই বিষ্কন্তুক সংক্ষিপ্ত কথায় প্র

কাশিত হয়। - - - বৃত্ত বভিষ্যমানানাং কথাংশানাং নিদর্শকঃ । ংক্ষিপ্তাখন্তু বিস্কন্তু অণদণবন্ধস্য দশি তঃ ।।