অভিজ্ঞান শকুন্তলা নাটক। es দেখিতেছি অগ্রভাগ তাহার উন্নত। জঘনের ভারেতে পশ্চাত অবনত ॥ এক্ষণে আমি বিটপান্তহত হইয়। বিলোকন করি, (সেই ৰূপ করিয়া সহর্ষ) আঃ ! আমি নেত্র নির্ব্বাণ লব্ধ করিলাম, এই ষে আমার মনোরথ প্রিয়া কুস্কমবিরচিত শয্যায় শয়ন করিয়া সখীগণ কর্তৃক উপাসিত হইতেছেন, সে যাহা হউক, আমি লত পাশ্বে থাকিয়া ইহার বিশ্বস্ত কথগন্যাস শ্রবণ করি। (বিলোকন করিবার নিমিত্ত সেই ৰূপে স্থিতি করিলেন ) সখীদ্বয়। ( ব্যজন করিতে করিতে ) সখি শকুন্তলে । নলিনীপত্রবাতে তোমার তৃপ্তি বোধ হইতেছে ? শকু। (খেদের সহিত) সখি ! তোমরা কি আমাকে বাতাস দিতেছ ? ( ইহা শুনিয়া তাহারা বিষাদের সহিত পরস্পর মুখাবলোকন করিতে লাগিল ) রাজা । ইহার শরীর অতিশয় অসুস্থ দেখিতেছি, (সবিতর্ক ) অ তপতাপে কি ইহার অসুস্থত। জন্মিয়াছে ? অথবা যে কারণে আমার এই দশা ইহারও তাহাই হইবে ; (চিন্তা করিতে লাগিলেন ) অথবা ইহাতে চিন্তা করা বৃথা । স্তনোপরি ঘন, উশীর লেপন, শিথিল মৃণালবালা ।
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।