পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(R& অভিজ্ঞান শকুন্তলা নাটক । ( শকুন্তলা পাঠ করিতে লাগিলেন, ) “ তব মন হে নিদয়, না জানি কেমন হয়, কিন্তু মোরে কৃপাশূন্য হয়ে দুষ্ট মার হে । আমার ষে অঙ্গে নাখ, তুমি সদা দিৰে হাত, সে অঙ্গে সন্তাপ সেই দেয় অনিবার হে । ,, রাজা । ( সহসা নিকটে উপস্থিত হইয়া ) তোমারে যেমন, দহিছে মদন, ততোধিক মোরে দহে । শশাঙ্ক যে ৰূপ, দিবসে বিৰূপ, কুমুদী তেমতি নহে ॥ সখীদ্বয়। ( বিলোকন করিয়া হর্ষের সহিত গাত্রোথান পূর্ব্বক) এই যে আমাদিগের প্রিয় সখীর মনোরথ চেষ্টিতফল অনতিবিলম্বেই পরিণামমুখ প্রাপ্ত হইল । মহাশয়ের মঙ্গলতো । ( শকুন্তলাও গাত্রোথান করিতে উদ্যত হইলেন।) রাজা । সুন্দরি ! ক্লেশ করিয়া উঠিবার প্রয়োজন নাই । পুষ্প শয্যালিপ্ত তব কমনীয় কায় । মৃণাল দলনে অতি সুগন্ধি তাহায় ॥ গুৰুপৱিতাপে তাহ তাপিত নিশ্চয় । চালনের যোগ্য দেখ কভু নাহি হয় । শকু (আত্মগত ) হদয় এত উৎকণ্ঠার পর, কেন স্থির হইতেছ না। ’ - - অনুহে মহাভাগ ! অনুগ্রহ পূর্বক এই শীলাতলের এক পাশ্বে উপবেশন করুন ।