পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা नार्छक । لاين রাজা । ( ঈষৎ হাস্ত করিয়া ) তব সহবাসে এই কুসুম শয়নে । করি স্থান দান; যদি রাখ মান, অপপন ভাবিয়ে মনে ॥ হইয়ে সন্তোষ, তবে তব দোষ, ক্ষমিব হে স্থলোচনে ॥ প্রিয় । ( উপহাস পূর্বক ) মহারাজ ! ইহাতেই সন্তুষ্ট হইবেন ? - শকু ( কৃত্রিম রোষ প্রদর্শন পূর্বক জনাস্তিক করিয়া) নিদিয়ে ! তুই দূর হ ; আমার এই অবস্থা, তাহার উপর তুই উপহাস করিতেছিস্ ? l অন। ( বহির্দেশে দৃষ্টিক্ষেপ করিয়া ) প্রিয়স্বদে ! দেখ ঐ মাতৃভ্রষ্ট তপস্বিন্থগশাবক ইতস্ততে দৃষ্টিপাত করত তাহার মাতাকে অন্বেষণ করিতেছে, অতএব আমি গিয়া উহার মাতার সহিত সংযোজন করিয়া দিয়া আসি । - প্রিয়। হা, ইহাকে অতি চঞ্চল দেখিতেছি, তুমি একাকী ধরিতে পরিবে না, অতএব চল আমিও যাই । ( ইহা বলিয়া উভয়ে প্রস্থান করিল। ) শকু। এস্থান হইতে আমি তোমাদের অন্যত্র যাইতে অমুমতি করিতে পারি না, যেহেতু আমি একাকিনী রছিলাম। উভে । ( ঈষৎ হাস্য করিয়া) সখি! যাহার সমীপে পৃথিবী নাথ রহিয়াছেন, সেও কি একাকিনী ।