এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অভিজ্ঞান শকুন্তলা নাটক l 'VNර් রাজা । তুমি আমাকে অত্যন্ত লজ্জা দিলে। শকু। মহারাজ ! আমি আপনাকে কিছু বলিতেছি না, দৈবকে তিরস্কার করিতেছি। রাজা। দৈবকে অনুকূল বলিতে হইবে, তাহাকে কেন তিরস্কার কর । শকু। দৈবকে তিরস্কার কেন না করিব, সে আমাকে পরের অধীন করিয়া কি কারণ পরের গুণে লোভিত করে । রাজা । (স্বগত ) - মনে মনে ইচ্ছাবড় কামনা পূরণে। বিষম কাতর তবু অল্প সমপর্যু || ধিক্ ধিক ওরে স্মর বীর্ষ বল তব । কুমারীর কাছে তুমি হলে পরাভব । নিরস্তর থাকি তার হৃদয় আগারে । না পারিলে তারে তুমি বশ করিবারে । ( শকুন্তলা গমনোন্মুখী হইলেন, রাজা তাহার অথুল ধারণ করিলেন । ) শকু। পৌরব ! ক্ষমা করুন, ইতস্ততঃ ঋষির ভ্রমণ করিতেছেন । রাজা । হে ভয়শীলে ! গুরুজনদিগের ভয় করিও না, ভগবাৰু কণু এ বিষয় বিদিত হইলে তোমার দোষ গ্রহণ করিবেন না ।