পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । Nసి শকু আমার নয়ন পূর্ব্ববৎ হইয়াছে, কিন্তু আর্য্যপুত্র ! আপনি অপমার এত উপকার করিলেন, আমি আপনার কোন প্রত্যুপকার করিতে পারিলাম না, ইহাতে অত্যন্ত লজ্জিত হইতেছি । রাজা । সুন্দরি । আর কি প্রত্যুপকার করিবে । সুরভি বদন তব, ভ্রাণেহয় অনুভব, উপকার হয়েছে বিস্তর। দেখ মধুকর চয়, কমলের গন্ধ লয়, তাহে হয় সন্তুষ্ট অন্তর ॥ শকু ( ঈষৎ হাস্যকরিয়া ) সন্তুষ্ট ন হইয়াই বা কি করে। রাজা। আমি ইহাই চাই, ( বলিয়া মুখ চুম্বন করিলেন ) ( শকুন্তলা মুখ আবরণ করলেন ) নেপথ্যে। “ হে চক্রবাকবধু, শীঘ্র সহচরের সহিত সম্ভাষণ করিয়া লও ; রজনী উপস্থিত । শকু ( শ্রবণ করিয়া সসন্ত্রমে) পৌরব ! পিতা করে ধর্ম্মভগিনী গোতমী, আমার শারীরিক অসুস্থত শ্রবণ করিয়া এই স্থানে আসিতেছেন, আপনি বিটপান্তরিত হউন । ( রাজা অগত্য তাহাই করিলেন )