পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግe অভিজ্ঞান শকুন্তলা নাটক। অনন্তর কমণ্ডলুহস্তা গোতমী সখীদ্বয় সমভির্যাহারে প্রবেশ করিলেন। সর্থীদ্বয়। আর্য্যে গোতমি ! এইদিক দিয়া আইস । ( গোতমী তথায় উপস্থিত হইয়া ) গোত। যাদু ! শুনিলাম তোমার অত্যন্ত অসুখ হইয়াছে, এখন কেমন আছ, কিছু বিশেষ হইয়াছেতো ? ( ইহা বলিয়া শকুন্তলার গাত্রে হস্ত স্পর্শ করিতে লাগিলেন) শকু। ই কিঞ্চিৎ বিশেষ হইয়াছে। গোত। যাদু ! এই শান্তিজল দিতেছি, শরীরের তাপশূন্য হইয়। চিরজীবিনী হইয়া থাক । ( ইহা বলিয়া তাহার মস্তকে জল অভু্যক্ষণ করিলেন ) যাদু ! দিবস পরিণত হইয়াছে, চল উটজে যাই। শকু ( স্বগত ) হৃদয় । মুখোপনত মনোরথ প্রাপ্ত হইয়া মুখে কাল হরণ করিয়াছ, সম্প্রতি দুঃখানুভব কর ; ( ইহা কহিয়া দুই চারি পদ গিয়া প্রকাশ পূর্বক ) হে সন্তাপহর লতাগৃহ ! তোমাকে পুনর্ব্বার পরিভোগের নিমিত্ত আমন্ত্রণ করিতেছি। ( ইহা কহিয়া অতি দুঃখে চলিয়া গেলেন ) রাজা । ( পুর্ব্ব স্থানে উপস্থিত হইয়া দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ পূর্বক ) অহো ! মনোভীষ্ট সাধনে কত বিস্ত্র। প্রসারি কমল কর, চেপেছিল ওষ্ঠাধর, মরি তার “না না ,রব কি মধুর শ্রবণে ।