পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । १> ফিরায়েছে সে বদন, করিয়াছি উত্তোলন, অক্ষম হইনু তবু সে অধর চুম্বনে । সম্প্রতি আর কোথায় যাইব প্রিয় কর্তৃক এই লতামণ্ডপ পরিভুক্ত হইয়া পরিত্যক্ত হইয়াছে, অতএব ইহাতেই কিঞ্চিৎকাল অবস্থিতি করি । (চতুর্দিক অবলোকন করিয়া) শিলার উপরে পুষ্প শয্যা স্বনির্মিত। প্রিয়ার ঐ অঙ্গ স্পর্শে হয়েছে দলিত ॥ নখর লিখিত পত্র পঙ্কজের দলে । স্মরশর সম তাহা পড়িয়ে ভূতলে ৷ মৃণাল ভূষণ তার হইয়ে গলিত। ভূমিতলে ওই দেখি আছয়ে পতিত । এসব দেখিয়ে আর নয়ন যুগলে । যাইতে এস্থান হতে পদ নাহি চলে । নেপথ্যে ৷ ভো ভো রাজন! “ সন্ধ্যা ষজ্ঞে ঋষিগণ, যখন প্রবর্ত্ত হন, মেঘমালা সম ষত নিশাচর দলে গে।। ভয়ঙ্কর বেশধরি, ঘোরতর নাদ করি, বহ্নিমুত বেদীসব ঘেরে ঘোর বলে গো ,, । রাজা । ( ইহা শ্রবণ করিয়া ) ভো ভো তপস্বিগণ ! ভয় माझे उग्न भाई, ७ड़े श्रानि श्रांनिज्ञाहि । ইতি নিষ্কান্ত।