অভিজ্ঞান শকুন্তলা নাটক। ૧૯ অন । ( প্রত্যাগত হইয়া ) সখি ! ঐ ঋষি যিনি সাক্ষাৎ কোপ মুর্ত্তিমান, কাহারো অনুনয় গ্রহণ করেন না, . আমি তাহাকে কিঞ্চিৎ অনুকম্পিত করিয়াছি । প্রিয় । ( ঈষদ্ধাস্ত করিয়া ) তাহার পক্ষে ইহাই বহুতর, বল, কি প্রকারে তাহাকে প্রসন্ন করিয়াছ । অন। যখন দেখিলাম কোনক্রমে ফিরিলেন না, তখন আমি তাহার চরণযুগলে পতিত হইয়। এই নিবেদন করিলাম, ভগবন্ধ ! শকুন্তলার প্রথম ভক্তি স্মরণ করিয়া অদ্য আপনার প্রভাব পরাঙ খ্রী সে ছহিতার, এ অপরাধ ক্ষমা করিতে হইবেক । প্রিয় । তার পর । o অন । তার পর, তিনি বলিলেন, আমার বাক্য কখন অন্যথা হইবার নয়, কিন্তু কোন অভিজ্ঞান আভরণ দর্শাইলে এই শাপের মোচন হইবে, এই কথা বলিতেই তিনি অন্তরিত হইলেন । প্রিয়। তবে এখন আশ্বাসের পথ হইল, রাজর্ষির প্রস্থান কালে তাহার প্রদত্ত স্বনামাঙ্কিত অঙ্গুরীয় “ স্মরণ করিও, এই কথা বলিয়া তিনি স্বয়ংই শকুন্তলার হস্তে নিবেশিত করিয়া গিয়াছেন। অতএব শকুন্তলার স্থানেই নিস্কৃতির উপায় রহিয়াছে। অন। আইস এখন গিয়া দেবকার্য্য নিম্পাদন করি । (ক হিয়া গমন করিলেন । )
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।