৭৬ অভিজ্ঞান শকুন্তলা নাটক। প্রিয়। ( বিলোকন করিয়া ) অনস্থয়ে ! দেখ বাম হস্তে নিহিতবদন চিত্রপুত্তলিকার ন্যায় প্রিয় সখী শকুন্তল, নৃপগতচিত্ত হইয়া এককালে বাহ্যজ্ঞানশূন্য হইয়া আছে । অভ্যাগত অতিথির কি অভ্যর্থনা করিতে পারে ? অন । প্রিয়ম্বদে ! কেবল আমাদের উভয়ের মুখেই এই বৃত্তান্ত থাকুক, কেন না প্রকৃতিপেলবা প্রিয়সখী একথা শুনিলে প্রমাদ ঘটিবে। প্রিয় । কোন ব্যক্তি বল, উষ্ণোদকে নবমল্লিকা সেচন করে ? (উভয়ে নিষ্কান্ত হইলেন।) বিষ্কম্ভক। حمر) ويسم. অনন্তর স্বপ্তোথিত কণ্ঠশিষ্য প্রবেশ করিলেন। কশিষ্য। প্রবাস হইতে প্রত্যাগত ভগবান ক? আমাকে সময় নিৰ্দ্ধারণ করিতে আদেশ করিয়াছেন, অতএব এইক্ষণে প্রকাশ স্থলে গিয়া দেখি, রজনীর কত অবশেষ আছে। (প্রবেশনম্ভর অবলোকন করিয়া) হা ! রজনী প্রভাতোমূখী হইয়াছে। যে হেতুক অস্তাচলে চলে শশী দেখিতে দেখিতে। প্রভাকর উঠিলেন উদয় গিরিতে ॥
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।