অভিজ্ঞান শকস্তলা নাটক । Գծ প্রিয় । ( প্রবেশ করিয়া সহর্ষ ) সন্ধু অনসুয়ে । সত্বর হও সত্বর হও, অদ্য শকুন্তলা ভর্তৃগৃহে যাইবে তাহার প্রস্থানে বড় কৌতুহল হইয়াছে। অন । সে কিৰূপ ? প্রিয়। শুন, সুখসুপ্তি জিজ্ঞাসা করিবার নিমিত্ত আমি এই মুহূর্বে শকুন্তলার সমীপে গিয়াছিলাম। আন । তার পর । - প্রিয়। তার পর, তাতক লজ্জাবনতমুখী শকুন্তলাকে আলিঙ্গন করিয়া আহাদ পূর্বক বললেন, “বৎসে! যজমানের যেমন ধূমেতে দৃষ্টিরোধ হইলে ভাগ্য ক্রমে পাবকমুখে আহুতি পতিত হয়, এবং সুশিষ্য গৃহীত বিদ্যা যেমন অশোচনীয় হয়, তুমি অদ্য আমার তাদৃশী আনন্দহেতুকা হইয়াছ ; অদ্য তোমাকে ঋষিগণ সমভিব্যাহারিণী করিয়া ভর্ত্তার সমীপে প্রেরণ করিব । ,, অন। সখি ! এসকল বৃত্তান্ত তাত কণুকে, কে কহিয়াছে। প্রিয়। তাত ক যখন অগ্নিগৃহে প্রবিষ্ট হন, তখন স্বচ্ছন্দ বতী বাগদেবীই তাহাকে কহিয়াছেন। অন । ( সবিস্ময়, ) বিশেষ করিয়া বল । প্রিয়। তবে শুন । ( বলিয়া সংস্কৃত পাঠ করতে লাগি লেন । ) “ দুষ্মস্তেনাহিতং তেজোদধানং ভূতয়ে ভুবঃ । আবেহি তনয়াং ব্রহ্মমগ্নিগর্তাং শমীমিব । ,
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।