bre অভিজ্ঞান শকুন্তলা নাটক। হে ব্রহ্মন তুৰ কন্যে, ধরার সম্পত্তি জন্যে, দুমন্ত রাজার তেজ ধরে । বিটপী শমী যেমন, অনল করে ধারণ, স্বভাবতঃ স্বকীয় জঠরে ॥ অন । ( প্রিয়ম্বদাকে আলিঙ্গন করিয়া ) সখি ! শুনিয়া অত্যন্ত আহল্লাদিত হইলাম, কিন্তু অদ্যই শকুন্তলাকে লইয়া যাইবে এই সাধারণ উৎকণ্ঠ সত্ত্বেও আমি পরিতোষ অনুভব করিতেছি । প্রিয় । ভাল, আমরা সে উৎকণ্ঠ বিনোদন করিতে পা রিব, সম্প্রতি এই তপস্বিনীতে স্বচ্ছন্দচিত্ত হউক । অন। সখি ! চু্যতশাখালম্বিত নারিকেলপুটকে শকুন্তলার নিমিত্ত যে কেশর গুড়া রাখিয়াছি, তাহা তুমি নলিনীপত্রসঙ্গত কর, আমি গোরোচনা, তীর্থ” মৃত্তিক, নবদুর্ব্বাদল ও আর আর মাঙ্গল্য দ্রব্য আয়োজন করি । ( প্রিয়ম্বদা তাহাই করিতে লাগিলেন । ) ( অনস্থয়া নিষ্কান্তা।) নেপথ্যে ! “গোতাম ! শকুন্তলাকে লইয়া যাইবার নিমিত্ত শাঙ্গ রব ও শারদ্বত মিশ্রকে প্রস্তুত হইতে কহ । ,, প্রিয়। (কর্ণদিয়া ) অনসুয়ে । সত্বর হও সত্বর হও ; হস্তিনাপুর যাইবার নিমিত্ত তাতক, ঋষিকুমারদ্বয়কে আহৰন করিতেছেন ।
- ( অনস্থয়৷ মাঙ্গলিক দ্রব্য হস্তে করিয়া প্রবেশ করিলেন।)
অন। সখি ! তবে চল আমরা যাই । ( বলিয়া গমন করিলেন । )