bb" অভিজ্ঞান শকুন্তল৷ নাটক । শকু (তাহার নিকটে গিয়া) বনঘোষিৎ ! তুমি শাখাবাহু দ্বারা আমাকে প্রত্যালিঙ্গন কর, আমি আজি অবধি তোমার দূরবর্তিনী হইলাম। এইক্ষণে আমার ন্যায় তাত তোমাকে প্রতিপালন করিবেন। কণু। বৎসে ! 蜂 আমার কপিত পাত্রে করেছ বরণ । ভাল হইয়াছে তব সুকুতি কারণ ॥ তোমার বিবাহ হেতু ছিলাম চিন্তিত। এখন বিচিন্ত আমি হলাম নিশ্চিত ॥ করেছিলে মাধবীরে স্বহস্তে রোপণ । আত্র তরু সহ তার করিব ঘটন। এখন তপোবনহইতে প্রস্থান করিতে সত্বর হও । শকু (সর্থীদের প্রতি) সখি! আমি বনঘোষিৎ মা ধবীকে তোমাদের উভয়ের হস্তে সমর্পণ করিলাম । সখীদ্বয়। আমাদিগকে কাহার হস্তে অর্পণ করিয়। চলিলে | ( এই বলিয়া রোদন করিতে লাগিলেন । ) কণু । অনস্থয়ে ! প্রিয়ম্বদে ! রোদন করিও না, কোথায় তোমরা শকুন্তলাকে স্থির করিবে, তা না, তোমরাই রোদন করিতে লাগিলে । (সকলে গমনোন্মুখী হইলেন। ) শকু ৷ তাত ! এই উটজপরিচারিণী গর্বভারমন্থর এই মৃগবধূ নির্ব্বিঘ্নে প্রসব হইলে আমাকে ইহার
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।