পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক। ৮ ৯ কুশল সংবাদ দিবেন, কদাচ বিস্মৃত হইবেন না। কণু বংসে । কখনই বিস্মৃত হইব না। শকু (গতিভঙ্গ হইলে) কে ? আমার পায়ের নিকট আসিয়া পুনঃ২ বসন টানিতেছে । ( বলিয়া ফিরিয়া চাহিলেন । ) কণু। বৎসে ! - কুশেতে হইলে ক্ষত যাহার বদন । করিতে ইঙ্গুদী তৈলে ক্লেশ নিবারণ। শ্যামাক তুণেতে যারে করেছ বৰ্দ্ধিত । সেই মৃগ যেতে চাহে তোমার সহিত ॥ শকু বৎসে ! আমি তোমার সহবাস পরিত্যাগ করি লাম, আর কেন আমার স্মরণ করিতেছ, তুমি যেৰূপ অচিরপ্রস্থত জননী বিনা, আম। কর্তৃক প্রতিপালিত হইয়াছিলে, এখন সেই ৰূপ আমার বিরহে তাত তোমার মঙ্গল চিন্তা করিবেন । ( ইহা কহিয়া রোদন করিতে লাগিলেন । ) - কণু বৎসে । রোদন করিও না, এই পথ অবলোকন করিয়া চল । ক্রন্দন সম্বরি বাছা শান্ত কর মন । উচ্চ নীচ পথে হবে করিতে গমন ॥ অশ্রুজলে দৃষ্টি রোধ হইবে তোমার। ভূমি আদর্শনে তবে চলা হবে ভার। ృశి