পাতা:অভিমানিনী.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ । “দ্রবতি চ হিমরশাবুদগতে চন্দ্রকান্তঃ ।” উত্তররামচরিতম । সবে ভোর হইতেছে। তখনও সূর্যের কারস্পর্শে পূর্ব্বদিক রক্তবর্ণ ধারণ করে নাই। একে শীতকাল, তার উপর মেঘে আকাশ ধীরে ধীরে ভরিয়া যাইতেছিল-শীঘ্র যে সূর্য্য উঠবে তাহার সম্ভাবনাও কিছুমাত্র দেখা যাইতেছিল না । কুয়াশায় চারিদিক ঢাকিয়া গিয়াছিল। মাঝে মাঝে বায়ু বহিলে কুয়াশা একটু একটু সরিয়া যাইতেছিল বটে কিন্তু পবক্ষণেই আবার তাঙ্কা জমাট বাধিতেছিল। SDDDuuDS BB DBBB SD D BBDD DD uBukkuBDS ফাষ্ট ক্লাস ক্যাবিনের সম্মুখে খানিকট খোলা জায়গা । তার একদিকে সারেঙ্গ দাড়াইয়া খাটাং খটাং করিয়া ষ্টীমার চালাইবার সঙ্কেত করিতেছিল । সুকানি চাকা ধরিয়া দাড়াইয়াছিল। মাঝে মাঝে চাক! এদিক ওদিক ঘুৱাইতেছিল। কখনও কখনও দু'। একজন খালাসী সেখান দিয়া রসি বা বালতি হাতে ঘুরিয়া যাইতেছিল। একজন ব্যতীত আর কোন थाgब्रांक्षे cनoitभ छिल भां । আরোহী ডেকের উপর বিস্তুত একখানা “ ঈজিচেয়ারে গুইয়া ঘুমাইতেছিল। গায়ে গরম কাপড়ের কোট, তার উপর শাল জড়াইয়া সর্ব্বাঙ্গ ঢাকিয়া ফেলিয়াছিল। কেবল মুখখানি দেখা যাইতেছিল :