পাতা:অভিমানিনী.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচেছদ କd: কাপড়ের অচল মাথার উপর দিয়া ঘুরিয়া গিয়াছে। পায়ে চটি জুতা। বালককে ধরিবার জন্য দ্রুতগতিতে সে অগ্রসর হইল । দ্রুতগমনের প্রয়াসে তাহার হাতের বালা, চুড়ি ও আচলের চাবির রি বাজিয়া উঠিল। কাণের ইয়ারিং দুটি দুলিতে লাগিল। খোকা তখন সারেঙ্গেরু নিকট গিয়া প্লোছিয়াছে। তরুণীকে দেখিয়া আরও সরিয়া যাইতে লাগিল । সহসা তরুণীর দৃষ্টি নিদ্রিত আরোহীর প্রতি পড়াতে সে থমকিয়া দাড়াইল । তখনও আরোহীর নিদ্রা ভাঙ্গে নাই। তখনও নদীজািলকণাবাহী বায়ু তাহার কেশরাশি আন্দোলিত করিতেছিল । তখনও তাতার মুখে স্বপ্নের সেই হ্যাসিটুকু লাগিয়াছিল । চারিদিক্‌ কুয়াশায় ঢাকা । ডেকের উপর কেবল সারেঙ্গ ও সুকানি নিজ নিজ কার্যো ব্যস্ত । খোকা একেবারে আরোহীর কাছ ঘোঁসিয়া দাড়াইয়াছে । তরুণী কিছুক্ষণ নিদ্রিত আরোহীর দিকে চাহিয়া চুপ কারিয়া দাড়াইয়া রচিল । তারপর একটু অগ্রসর হইয়া বালককে বলিল “হিরন্ময়-ভাল श्व ना कि ख़ु-८न बलछि ।” বালক তরুণীর কথায় ভয় পাইল না । বলিল “হ্যা-আমি বলে নদী দেখতে এলুম। ঘরের ভেতর থেকে বুঝি কিছু দেখা যায় ?” তরুণী বলিল “আয়-আমি ঘরের জানলা দিয়ে নদী দেখাই ।” বা। না। আমি জানলা দিয়ে নদী দেখতে চাই না। আমি এই খান থেকে নদী দেখব । ত। কথা শুনিবি না ? দাড়া, তোকে মজা দেখাচ্ছি। এই বলিয়া তরুণী যেমন অগ্রসর হইল অমনি বালক উচ্চহাস্য করিয়া নিদ্রিত আরোচীর গায়ের উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহাকে আঁকড়াইয়া थंब्रिक्ष ।