প্রথম পরিচ্ছেদ କନ୍ଧ শিখেছি। গান গাইতে পারলেও প্রাইজ দেয় । দিদি হারমোনিয়ম বাজায়। আমি তার কাছ থেকে গান গাইতে শিখেছি। সী । কই, গাও দেখি একটা গান । হিরন্ময় অমনি গান ধরিল “জীবনে যত্ত্ব কাজ হ’ল না। সারা । জানি হে জানি তাও হ’য়নি হার ॥” দুই লাইন গাহিয়া বলিল “দুর-শুধু কি গান হয় ? হারমোনিয়ম না। ঋজালে গান হয় না।” । সী । কেন তবে না ? বেশ ত’ গাচ্ছিলে, গাও, গাও । হিরন্ময় বলিল “না।” বলিয়া সীতাপতিকে টানিয়া বলিল “ ঐ দিকে চলুন না। আমি জাহাজের কল দেখব।” সীতাপতি মূঢ় হাসিয়া বালককে লইয়া সিড়ি, দিয়া উপর ডেক চাইতে नित्र बांढिया । নিম্নে তৃতীয় শ্রেণীর যাত্রীদের বসিবার জায়গা । • বোচক, বুচকি, ট্রাঙ্ক, বিছানা, ঝুড়ি, হাড়ি, টীনের কানাস্তারা, প্রভৃতি বহুবিধ মালের সহিত মানুষের ঠাসাঠাসি । কেহ বিছানা পাতিয়া শুইয়া পডিয়াছে। কেহ বা আবার বসিবার জায়গা না পাইয়া ট্রাঙ্কের উপর চাপিয়া বসিয়াছে। কোথাও কোন রমণী অবগুণ্ঠনে মুখ ঢাকিয়া রোদনগরায়ণ BDB KDDB K BBDkYS S zBDS S BDBuuY D DD ঘুমাইতেছে, কেহ দুলিতেছে। কেহ সিগারেট ধরাষ্টতেছে। কেহ বিড়ি টানিতেছে। কেহ বা ডেকের তক্তা বাজাইয়া বাজার্থাই সুরে রাগিনী আলাপ করিতেছে। কোথাও জেলেদের বৃহৎ চুপড়ীির গন্ধে চতুৰ্দিক আমোদিত হইয়া উঠিয়াছে । কোথাও বা কাতার মুগুয়ে তৈল পাত্রটি ভাঙ্গিয়া তৈলে ডেক ভাসিয়া গিয়াছে। মালিক পার্শ্বস্থ আরোহীর প্রতি
পাতা:অভিমানিনী.djvu/১০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।