পাতা:অভিমানিনী.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| a \! अडिमानिनौ নিযুক্ত তখন সে তাহার পিতার টেবিলের ডুয়ািদ হইতে কঁচিখানি বাহির করিয়া সীতাপতি যে খবরের কাগজখানি পড়িতেছিল, তাহা তুলিয়া লইয়া তাহার বিজ্ঞাপনের সব ছবিগুলি একে একে কাটিয়া ফেলিয়াছিল। এখন সেইগুলি সংগ্রহ করিয়া সীতাপতিকে cक्षोंश्ठछिल । 酸 8 সীতাপতি বলিল “এ কি করেছ খোকা ? কাগজখানা সব কেটে ফেলেছ ?” হি। ও আর কি হবে ? বাবা বলেছে। খবরের কাগজ কাটুলে কিছু হয় না। বই কাটতে নেই। বই কাটুলে দোষ হয়, নয় ? সীতাপতি হাসিয়া বলিল “হ্যা। হয় না। আবার ? খুব দোষ হয়। তুমি কঁাচি পেলে কোথা ?” হি। বাবার ড্রয়ার থেকে নিয়েছি। আজ বাবা চাবি বন্ধ করতে ভুলে গিয়েছে। আমি একটা পয়সা ও বের করে निश्छि । সী । না ছি। পয়সা নিতে নেই। পয়সা নিতে নেই। পয়সী। कि कबूत ! * হি । লাজঙ্গুস কিনিব। বা-রে পয়সা না দিলে কি আমনি দেবে ? কথখনো দেবে না । সী । আচ্ছা, আমি বিকালে তোমায় লজঞ্ছস কিনে এনে দোব। তোমার দিদিকে খাতা, দিয়ে এস। তা না হ’েল কিন্তু দেব না। হি। ঠিক দেবেন ? 曾 नौ । कूि । হি। আচ্ছা । খাতা আমি এক্ষুণি দিয়ে আসছি। ছোট