পাতা:অভিমানিনী.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ob" অভিমানিনী বাবুর মত একজন মুরুব্বি সহায় পেলে তোমার ভবিষ্যতের ভাবনা থাকবে না। ভগবান যদি এ সুযোগ মিলিয়ে দিলেন তা নিজের দোষে 6न डॉ श्ॉgि न ।।” সীতাপতি তখন সবেমাত্র এম, এ পাশ করিয়াছে-সংসারের কিছু ধার ধারিত না । কাজেই সাংসারিক জ্ঞানের পরিপক্কতার যে উপদেশ তাহার পিতা দিলেন, তাহা ঠিক সে সহজভাবে গ্রহণ করিতে পারে নাই। কেবল বলিয়াছিল। “যে আস্তে ।” s আজ আবার পিতার সেই কথাগুলি মনে হইতে লাগিল। আজ কথাগুলির অন্য প্রকার আলোচনা করিতে লাগিল । সীতাপতি ভাবিল “মুরুব্বির দরকার কি ? আমি নিজে কি নিজের দু’মুটো लाडल (मांशाद्ध क'द्र मिड १ाबूद नः ।” এই আত্মনির্ভরতার কথা ভাবা তাহার এখন দরকার হইয়া পড়িয়াছিল । কেননা সে কল্পনায় নিজের যে ভবিষ্যৎ গঠিত করিতেছিল, তাহা সফল করিতে গেলে তাহার পিতা, মাতা, ভাই বোন, আত্মীয়, স্বজন, সমাজ, সব ছাড়িতে হইবে । থাকিবে কেবল-নীহার । রুক্মিণীবাবুরা যে ব্রাহ্ম। এই সময় রামদীন মিশির আসিয়া জানাইল “একজন বাবু তাহার সহিত সাক্ষাৎ করিতে চাহিতেছেন।” সীতাপতি তাড়াতাড়ি উঠিয়া বাহিরে গেল। বাহিরে হৃদয়বাবু দাড়াইয়াছিলেন। সীতাপতি প্রণাম করিতেই বলিলেন “তোমারই নাম সীতাপতি ? চল, আমার সঙ্গে। কথা আছে।” সীতাপতি শালখানা লইয়া জুতাটা বদলাইয়া বাহির হইল । হৃদয়বাবু ইচ্ছামতীর তীরে দাড়াইয়া বলিলেন “দেখ বাবা, আমার ংসারের সমস্ত ঘটনা জান বোধ হয় । শচীনকে আমি ত্যজ্যপুত্র