দ্বিতীয় পরিচ্ছেদ ? వ ক’রেছি।--বেীমাও আমার বাড়ীতে নেই। সেইজন্য আমি 〔5篱陀卒 পােষ্যপুত্র নিতে ইচ্ছা করি। তোমার বাপকে লিখেছিলুম। আজ তার চিঠির জবাব পেয়েছি। তার কোন আপত্তি নেই । {ङ्गु তোমরা এখন লেখাপড়া শিখেছি, বড় হয়েছ, তোমাদের একটা মতামত লওয়া দরকার। এই তোমার বাবার চিঠি পড়া।” এই বলিয়া হৃদয়বাবু পকেট হইতে একখানা খাম ਲੁ ਲੇ বাহির করিয়া সীতাপতির হাতে দিলেন । * সীতাপতি পড়িয়া দেখিল তাহার পিতা এ প্রস্তাবে অতিশয় BDBDDBDBS S SDBDBDDDB S SDDS S DBDDBB BBu DB DBBS DDBuYOB জানাইয়াছেন। শেষে লিখিয়াছেন “সীতাপতিকে আমি আপনার হাতেই দিলুম। আপনি তার ভালর জন্য যে ব্যবস্থা করবেন তাহা সে মানিতে বাধ্য এবং নিশ্চয়ই মানিবে ।” হৃদয়বাবু বলিলেন “আমি অনেকদিন থেকে তোমাদের খবর নিচ্ছিলুম। তোমার সঙ্গন্ধেও খোজ করে যা জেনেছি তাতে ভূমি আমাদের বংশের মান রক্ষা কক্সবার সম্পূর্ণ উপযুক্ত বলে আমার বিশ্বাস । এখন তোমার মতটা একবার জানতে চাই ।” সীতাপতির মনে একসঙ্গে অসংখ্য চিন্তার উদয় হইতেছিল। সে হৃদয়বাবুর অতুল ঐশ্বর্য্যের কথা শুনিয়াছিল। শচীন্দ্র বা মালতীকে DB BBS DDS DDSDD SDBBDD SBDB S DBDuDBS DBS DBB জানিবার জন্য একটু কৌতুহল হইলেও বিশেষ কোন আগ্রহ BD DSSS BDDBBDBDS SDS DDD S S S0K S BDBDBDS LSS S DBBBu মনে করিল না। সে নিজে দরিদ্রের সন্তান, আজীবন দাবিদ্রোর সহিষ্ঠ সংগ্রাম' করিয়া আসিতেছে। সহসা বিনা আয়াসে এই অতুল সম্পত্তি তাহার করতলগত হওয়ার সম্ভাবনায় তাহার মন একদিকে
পাতা:অভিমানিনী.djvu/১১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।