Ve অতিমানিনী বলিল “চালাকি পেয়েছিল? দাড়া বাইরে গিয়ে । ডাক্তার বাবু এসে দেখলেই ভিট্টকিলিম বেরিয়ে যাবে।” অগত্যা বৃদ্ধ কঁাপিতে কঁাপিতে কম্বলখানা মুড়ি দিয়া বাহিরে আসিয়া দাড়াইয়াছিল। কিন্তু বহু চেষ্টা করিয়া ও সোজা হইয়া দাড়াইতে পারিতেছিল না। হােসেন আলি গিয়া তাহাকে এক ধাক্কা দিয়া DDD SLLLB LBDS EBD DDD S S BB LEEB BBD BDBBuuDDS তাহার উপর এই ধাক্কা খাইয়া একেবারে মাটিতে পড়িয়া গেল । যাহারা পুরাতন কয়েদী, যাহাদের চক্ষের সম্মুখে এইরূপ ঘটনা DBD BBBS BBBDB tS BD DDD DDD S SDD DBD বসিয়া পড়িয়া বুদ্ধকে তুলিয়া ধরিল। বৃদ্ধ ক্রন্দনপূর্ণ স্বরে বলিতে BD S SiBDBBD BBB SSDLDDS SzBD DDSS S SBD DBD DBDBBSDDD পাৱব না।” BBD BBB SLiDDDD DDLDD DBD DOS SBLBDBB BBDSS এই সময় দূরে জেলার বাবু আসিতেছিলেন দেখা গেল। প্রহরীরা সজাগ হইয়া উঠিল। হোসেন আলি উমানাথকে একটা গুতা মারিয়া বলিল “এই-ওঠৰ-খাড়া হ’ * রাগে উমানাথের চক্ষু দুইটি জলিয়া উঠিল। বলিল “না-আমি ॐ न! ।” হোসেন আলি পুনরায় তাহাকে এক গুতা মারিয়া বলিল “ওঠবলছি। তোর নিজের চরকায় তেল দে। শালা-” উমানাখ লাফাইয়া উঠিল। পূর্বদিনের সঞ্চিত সমস্ত ক্রোধ তাহাকে অভিভূত করিয়া ফেলিল। সে একলম্ফে হোসেন আলির ঘাড়ের উপর পড়িয়া তাহার টুটি চাপিয়া মাটিতে ফেলিয়া দিল ও নির্দয়ভাবে প্রহার করিতে লাগিল ।
পাতা:অভিমানিনী.djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।