8 अख्छिभानिनी কাজেই মেয়েস্কুলে ভর্ত্তি হইলেও বই, শ্লেট, পেনসিল প্রভৃতির স্কুল যাইবার সময়ই খোজ পড়িত । স্কুল হইতে আসিবার পর সেগুলি একটি তাকের উপর রক্ষিত হইত। তাহাতে আর মাধুরী হাত দিত না। আর স্কুলেও যে নিয়মিত যাওয়া হইত, তাহা ও নক্ষে । আজ অমুক ব্রত উদযাপন, কাল অমুক ব্রত প্রতিষ্ঠা প্রভৃতি। “প্রয়োজনীয় কারণগুলি eAeSSDSS DDDSD S KDSS S K 0KSS StD DDBD DBDSS DBDBB মেয়েরাও তাহতে উৎসাহ দিতেন, কারণ তঁহাদের মতে বার ব্রত্যের ন্যায় ধর্ম্মকর্ম্ম অবহেলা করিয়া স্কুলে যাইয়া কোন ও ফললাভ হইবে না। মাধুরীর পিতা ত মেয়ের স্কুল যাইবার সময়ের বহু পূর্বেই বাড়ী হইতে চলিয়া যাইতেন, রাত্রিতে আসিতেন। মেয়ে স্কুলে যায় কি না সে ংবাদ ও কোনও দিন জিজ্ঞাসা কfরতেন না । এইরূপে তীক্ষু বুদ্ধি হেতু স্কুলে বসিয়া বসিয়াই মাধুরী কিছু কিছু লিখিতে ও পড়িতে শিখিয়াছিল বটে, কিন্তু সেই সামান্য জ্ঞান চর্চার অভাবে ক্রমশঃই লুপ্ত হইয়া আসিবার উপক্রম হইয়াছিল। বিবাহের পর সে যখন স্বামীর ঘর করিতে আসিল, তখন সমস্তদিন তাহাকে প্রায় একলাই থাকিতে হইত { "তাঞ্জার স্বামী সেজন্য তাহাকে বইটই পড়িবার জন্য অনেকবার অনুরোধ করিয়াছিলেন। এড়ৈদহের লাইব্রেরী হইতে দু’চার খানি বই আনিয়াও দিয়াছিলেন । কিন্তু দুপুরবেলা সেই नभश्ठ बाशब्राभ ডিটেক্টিভের অদ্ভুত কীর্ত্তিকলাপপূর্ণ পুস্তক হাতে করিয়া শয্যায় শয়ন করিয়া পড়িতে আরষ্ঠ করিলেই অল্পক্ষণের মধ্যে সে ঘুমাইয়া পড়িত। জাগিয়া উঠিয়া দেখিত, তাহার বইখানি মাটিতে পড়িয়া রহিয়াছে। মাধুরীর স্বামী নীলমাধব যদি তাহাকে রামায়ণ, মহাভারত বা অন্ত । ক্লোনও পুস্তক আনিয়া দিতেন তাহা হইলে বরং মাধুরীর কোনও দিন
পাতা:অভিমানিনী.djvu/১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।