পাতা:অভিমানিনী.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ পাঠ করিবার কৌতুহল উদ্রেকের সম্ভাবনা ছিল, কেননা, ছেলেবেলায় BS DD D BBBBBD DBK BDS STD DBBDDSDDDBBD SDS পুরাণের গল্পগুলি শ্রবণ করিতে ভালবাসিত । শুনিয়া শুনিয়া সে অনেক শিখিয়াও ছিল। হয়ত এসব কথা গ্রন্থে পাঠ করি৬ে তাহার আগ্রহ ঠাইলেও হইতে পারিত, কিন্তু নীলমাধব অতি শত জানিতেন না । তঁহার নিজের বিদ্যা থার্ড ক্লাস পর্যন্ত ! বাল্যকালেই মাকে স্থারাইয়া কেবল পিতার মোহেই বদ্ধিত হইয়াছিলেন । সেই পিতা ও উদাহার ষোড়শ বর্ষ DBDYBDBD KKBDBBsBB BDLLDSS S KLBBD KDDD SBKD DD কলিকাতার কোন আফিসে বড় বাৰু ছিলেন। বহুদিন স্ট্রাঙ্গার উপাসনার পর তিনি তঁহাকে একটি চাকরি করিয়া দিয়াছিদেন । সেই অবধি তিনি এই চাকরিই করিয়া আসিতেছেন। s বাড়ীতে র্তাহার। আর কেহই ছিল না । • দূর সম্পক’, কোনও এক খুল্লপিতামহী। তাছাকে রাধিয়া খাওয়াইতেন । নীলমাধবের বিবাহের এক বৎসর পরে মাধুরীর হাতে সংসারের ভর তুলিয়া দিয়া সেই বৃদ্ধাও । क्षेछ-म१मात्रु १झिठान्न कáिम्नाछन । নীলমাধব সাহিত্য-চৰ্চা করিবার অবসর পান নাই । তবে তিনি তাঙ্গার বন্ধু হরিহরকে এ সমস্ত বিষয়ে একজন মস্ত সমজদার লোক বিবেচনা করিতেন । হরিহর ও ঠাঙ্গাদের অফিসে কাজ কfধত । তাহার উপন্যাস পড়িবার ভারী ঝোঁক ছিল । নিকটবর্ত্তী এড়েদহ ও দক্ষিণেশ্বর গ্রামের দুইটি লাইব্রেরীরই সমগ্র বাঙ্গল উপন্যাস সে পাঠ করিয়া ফেলিয়াছিল । মধ্যে মধ্যে গম্ভীরভাবে সে এই সকল গ্রন্থসম্বন্ধে মতামতও প্রকাশ করিত । নীলমাধব সেই মতামত শুনিয়াই মাধুরীর পাঠের জন্য পুস্তক নির্ব্বাচন করিতেন । কিন্তু দুঃখের বিষয় হরিহরের মতে যে সকল পুস্তক একবার ধরিলে আর ছাড়া যায় না, সেই সকল চিত্তচমকপ্রদ