পাতা:অভিমানিনী.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 অভিমানিনী গ্রামের অপর প্রান্তে এক মুদীর দোকানে বসিয়া তখন আর একটি লোক বিশেষ আগ্রহের সহিত এই বহুদিন পরে প্রত্যাবৃত্ত গ্রামবাসীর কাহিনী শুনিতেছিল। গ্রামেরই একজন লোক মুদীর দোকানে মসলা কিনিতে গিয়াছিল। সে-ই গিয়া ঘটনাটা অতিরঞ্জিত করিয়া বর্ণনা করিতেছিল। বড়লোক হইয়া তাঙ্গাদের একজন গ্রামবাসী এতদিন পরে ফিরিয়াছে, শ্বশুরের বিষয় পাইয়া সাবেক ভিটায় পাকাবাড়ী নির্ম্মাণ করিয়া বাস করিবে, এই সব কাহিনী বর্ণনা করিতেছিল। মুর্দীর দোকানে যে BBBB BBBS DL g DBDD DDBD DBDDD DS DDtutS tB DBBD DD u LSK DBDDDBBBS S DDDD DDDBS K t একবার গ্রামের দিকে গেল। বাড়ধ্যে মা’শায় গ্রামবাসী প্রভৃতি সকলে তখন ভিটা দেখিয়া ফিরিতেছিলেন । তঁহাদের দেখিয়া আগম্বুক একটা বঁাশের ঝোপের আড়ালে লুকাইল। তঁহারা চলিয়া গেলে সে ধীরে ধীরে মুদীর দোকানে ফিরিয়া গেল। তাহার ভাবভঙ্গীতে একটা নৈরাশ্যের চিহ্ন প্রকটত ৮ কি যেন ব্যর্থ প্রয়াসের বোঝা ঘাড়ে করিয়া সে ফিরিয়া গেল। মুদার দোকানে রাত্রিযাপন করিয়া আরও কি অনুসন্ধান করিয়া পরদিন প্রত্যুষেই সে গ্রাম পরিত্যাগ করিল।