পাতা:অভিমানিনী.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S88 অভিমানিনা। পারি নাই যে, পত্র তাহার লেখা। এখানে যতদিন ছিল, ততদিন তাহার এরূপ মুক্তিগতি ছিল না। আপনার তত্ত্বাবধানেও সে এখানকার অপেক্ষা অধিক শাসনে থাকিবে সে ভরসা আমার সম্পূর্ণ ছিল। DBDS BDBBDDDBS DD DDYYS SBBDDS BDBS S BDBB DBuB থাকিয়াও এরূপ ঘটনা ঘটবে কেন । কোথাকার কোন মেয়ে, জাতি, , জন্ম, বংশের ঠিক নাই তাহাকে বিবাহ করিবার প্রস্তাব যে আমার পুত্র করিবে, এ কথা আমি এখনও বিশ্বাস করিতে পারি না । আমি পত্র পাইয়াই কলিকাতা যাইতাম । কিন্তু পরের চাকরী করি-ছুর্টি পাইবার উপায় নাই । তবে এরূপ অবস্থায় ক্ষতি করিয়াও যাইতাম । কিন্তু আপনি যখন কলিকাতায় আছেন, তখন আর আমার বেশী চিন্তা নাই । আপনি সীতাপতির ভার লইয়াছেন, আমি তাহার ভার আপনার উপর দিয়া নিশ্চিন্ত। আর এ বিশ্বাস ও আমার আছে যে, BDDB SL0L SBKt DDBS S DKDD0S DDDDS gD DBYYS S BBDD করাইতে পরিবেন। সীতাপতি যদি এ কাজ করে, তাহা হইলে হয় আমাদের সমাজচ্যুত ঠাইতে হইবে, নগ্ন সীতাপতিকে ত্যাগ করিতে হইবে । সীতাপতির জননা এ সংবাদ শুনিয়া একেবারে 'আহার-নিদ্রা ত্যাগ করিয়াছেন! সীতাপতিকে বুঝাইবেন, আমরা যতদিন জীবিত আছি, ততদিন তাহাকে কখনও একাজ করিতে দিব না । আমাদের প্রতি BDBBDBD DB DDBLS DDuBS GGL D DBDDBB LDBS BD হইলে সে যেন আর এইরূপ প্রস্তাব করিয়া আমাদের মর্ম্মান্তিক কষ্ট না দেয় ।” সীতাপতি পত্রখানা পড়িয়া রাখিয়া দিলে হৃদয়বাবু বলিলেন “এ সব কি ব্যাপার ? केiएक डूनि विश्व कबूल 5ा७ ?” সী। পাবনায় আমি যার বাড়ীতে ছিলাম, সেই কুক্মিণীবাবুর পালিত কন্যাকে ।