নবম পরিচ্ছেদ »8 ጫ “দেখুন, আমি সোধে আপনার কাছে অন্নদাস হ’তে আসিনি। আপনি নিজেই আমায় এনেছিলেন। কিন্তু যে আমার পত্নী হবে, তাকে অপমান করবেন। আর আমি বসে ব’সে তা শুনিব, তা মনে শু করবেন না।” হৃদয়বাবু ব্যঙ্গমিশ্রিত সুরে বলিলেন, “তা পুনমূষিক ইওগে যা ও । DBDBtDD DBB D S BBDtS BB D SDBDBDD DBDB BBDEDHttS আমিও তােমায় আমার বিষয় থেকে একটি পাই পয়সাও দেব না । দেখগে একথা শুনে তোমার রুক্মিণীবাবুই বা কি বলেন আর তোমাখ “ভদ্রলোকের মেয়ে’ই বা কি উত্তর দেন ? তালু আর তোমার মত কঁাচা, লোক নয়, বুঝেছি বাপু । আমার বিষয়টির দিকে লক্ষ্য করে এই “ভদ্রলোকের মেয়ে’টির টোপ ফেলেছে। তা আমারু বিষয় আমি এরকম ক’রে উড়িয়ে দিতে রাজী নই, বুঝেছি ?” সীতাপতি বলিল “যে আঙ্গে।” বণিয়া পুণাম • করিয়া ঘর চাঁছতে বাহির হইয়া গেল। তাহার এত রাগ হইয়াছিল, যে সে আর কোন কথাই উচ্চারণ করিতে পারিল না । BBBS SBBS BDBD S DkT0 DBBBDuD DDDD DuS পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছে । 熹 豪佛 豪 影 攀 রুক্মিণীবাবু বাহিরের বৈঠকখানায় বসিয়াছিলেন, এমন সময় সীগপতি বেগে প্রবেশ করিয়া একখানা চেয়ারের উপর বসিয়া পড়িল । ৰুক্মিণীবাবু বলিলেন “কেমন আছ? কদিন দেখি নি যে ?” সীতাপতি আর এ সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারিল না"। তাই “ত্ব হৃদয়ে তখন ঝড় বহিতেছিল। বলিল “আমি আপনার কাছে আজি ভিক্ষা প্রার্থী। আমার যা কিছু আপনার ছিল, সব ছেড়ে এসেছি। বাপ
পাতা:অভিমানিনী.djvu/১৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।