Y6ľ a अडिभानिनी লো। আজ্ঞে আমার আপত্তি নেই। তবে আপনার যদি আপত্তি থাকে । . লোকটির কথার ভাবে রুক্মিণীবাবু বিরক্ত হইলেন। বলিলেন। “আমার কোন গোপনীয় কথা নেই। তুমি এর সামনে বলতে পার । তোমার নাম কি ?” 衡 লোক । শ্রীগদাধর মিত্র । রু ! বাড়ী কোথা ? লোক । বাড়ী ঘর এখন আর কিছুই নেই। পলাশপুরে আমাদের বাড়ী ছিল। কাশীপুরে “গান এণ্ড সেল ফ্যাক্টরী’তে মিস্ত্রীগিরি করে qLYD BB DBD tDEk DBD S রু । তোমার দরকারটা কি তাই খুলে ব’ল । লো । আজ্ঞে তাই বলতেই ত আপনার কাছে এসেছি। এই বলিয়া লোকটা মেঝোয় কারপেটের উপরই বসিয়া পড়িল । একবার কেঁচার খুঁটিটা দিয়া ধর্ম্মাক্ত মুখ মুছিয়া বলিল “অল্প বয়সেই আমার বিবাহ হয় । কিন্তু বিবাহের রাত্রির পরদিন হ’তে আর স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নি । একটা দুর্ঘটনায় আর স্ত্রীর খোজ পাই নি । এতদিন পরে দৈবাৎ সন্ধান পেয়েছি। তাকে যাতে পাই সেই জন্যই আপনার কাছে আসা । রু। তুমি কি নালিশ করেছ নাকি ? আমার কাছে যদি মোকৰ্দম' SLLL EDBSBDS DuDuDB SDD BDBBDBS Bt SBDDB SBD কথা শুনতে পারব না । তুমি জান হাকিমের সঙ্গে এরকম বাসায় মোকৰ্দমার কথা বলতে এসেছ ব’লে তোমার সাজা হ’তে পারে ? লো। আঞ্জে, আমি নালিশ করিনি। আপনার হাতেই সৰ। আপনাকেই জানাতে এসেছি। আপনার কাছেই পরামর্শ
পাতা:অভিমানিনী.djvu/১৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।