পাতা:অভিমানিনী.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ 4. আসিবার সময় হইলে সে সকল কাজ ফেলিয়া জানালা র পারে গিয়া দাঁড়াইত। যতক্ষণ না তাহার স্বামী আসিয়া উপস্থিতৃ চাইতেন, ততক্ষণ আর সহজে সেখান হইতে কেহ তাহাকে সরাইতে পারি মৃত না । সেদিনও সে এমনি করিয়া দাড়াইয়াছিল । সেদিন ৫ সে সান্ধ্যািরবিকিরণোৰ্জ্জল আকাশ ও বীচিবিভঙ্গময়ী গঙ্গার শোভার অক্ষেপ না করিয়া দূরে একখানি জাহাজের ধোয়া দেখিবার জন্য উদ্‌গ্রীব হইয়াছিল। তাহার স্বামীর হাত মুখ ধুইবার জন্য গাড়, করিয়া জল ও তাহার উপর গামছা ভাজ। কস্মিয় রাখিয়া দিয়াছিল। গৃহমধ্যে একখানি আসন পাতিয়া, এক গ্লাস জল ঢাকা দিয়া রাখিয়াছিল । জলখাবার এখনও রেকবীতে সাজান হয় নাই। স্বামী আসিলেই সাজাইয়া দিবে। ডিবায় কতকগুলি পান সাজিয়া শয্যার নিকট রাখিয়া দিয়াছে । দুরে জাহাজের ধূম দেখা গেল। আজ তিন বৎসর চাইল তাহার বিবাহ হইয়াছে। তবুও নববধূর মত লজ্জায় ও আগষ্ঠে তাঙ্গার বুক কঁাপিতেছিল । তাহার স্বামী আসিতেছেন । সমস্ত দিন সমস্ত কাজের “ মধ্যে তাহার মনে যে তাহার স্বামীর কথাটিই জাগিতে থাকে । কতক্ষণে তিনি আসিবেন, কতক্ষণ কাছে থাকিবেন। এই চি স্মাই যে তাহার অহোরাত্র হইয়া থাকে। জাহাজের বঁাশী শুনা গেল। দূরবর্তী জেটীতে জাহাজ থামিল। দূর হইতে অস্পষ্ট ভাবে আরোহীর দল নামিয়া যাইতেছে, দেখিতে পাওয়া গেল। তাহদের মধ্যে স্নাহার স্বামী নামিলেন কি না, অতদূর হইতে তাহা বুঝিবার কোনও স &াবনা নাই। সে বাড়ীর সম্মুখের দিকের জানালায় দাড়াইয়া প্যােগর দিকে সাগ্রহ সৃষ্টিতে চুহিতে লাগিল। অনেকক্ষণ কাটিয়া গেল। কই তাহার স্বামী DBBB DBS S ODDBD DD BBDYB uBDLDD DDD BBDD DBBDBDD শাড়ীর সম্মুখের রাস্ত দিয়া চলিয়া গেল। ক্রমে সন্ধ্যা হইয়া গেল ।