পাতা:অভিমানিনী.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পৱিচ্ছেদ “রম্যানাং বিকৃতিমপি শ্রিলয়ং তনোতি ।” 酸 কিরাতার্জনীয়ম। বেল প্রায় তিনটার সময় একখানা ভাড়াটিয়া গাড়ী দক্ষিণেশ্বরের একখানা মৃন্ময় গৃহের সম্মুখে আসিয়া থামিল । শকটচালকের পাশ্বে নীহারের স্বামী বসিয়াছিল । গাড়ীর উপর একটা তোরঙ্গ, বিছানা ও একটা বড় পুটুলি। গাড়ীর ভিতর নীহার। এককালে দক্ষিণেশ্বরে তেলের কলের খুব প্রসার হইয়াছিল । নান! কারণে সেগুলি এখন উঠিয়া গিয়াছে। সেইরূপ প্লারিত্যক্ত সুবৃহৎ কলের এক প্রকাণ্ড আটচালার প্রান্তে দুইখানি ছোট ঘর নীহারের স্বামী ভাড়া লইয়াছিল। মাটির দেওয়াল, খোলার চাল। ঘর দুইখানি কলেরই এক অংশ। ইচ্ছা করিলে ঘর হইতে পরিত্যক্ত কলের সর্বত্রই যাওয়া 町袭5日 নীহার গাড়ী হইতে নামিয়া ঘরে প্রবেশ করিল। চারিদিক অপরিDDDtS BB D DBBD D BBD DDD S DDDu BB D BBBL কোণে মাকড়সার জাল ও ঝুল। একটা দড়ির উপর খান দুই কাপড়, একটা কোট ও একখানা চাদর বুলিতেছিল। ঘরের এককোণে একটা ঘাটীর কলসী-তার মুখে একখানা ছোট মাটির সারা চাপা ? একটা কলাইকরা গেলাস তাহার পাশে উপুড় করিয়া বসান আছে । একখানা