পাতা:অভিমানিনী.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়ােদশ পরিচ্ছেদ . እማዓ . यू 1 किई नां । अश्म। উভয়ে গিয়া জুতা খুলিয়া কক্ষমধ্যে প্রবেশ করিল।, তথন কক্ষে আর কেহ ছিল না। উভয়ে কক্ষতলে উপবেশন করিল। অধিকাংশ দরজা জানালা বন্ধ থাকায় ঘরটি ঈষৎ অন্ধকার। শয্যার উপর বালিশে হেলান দেওয়া পরমহংসদেবের , প্রতিকৃতি। যুবক নয়ন নিমৗলিত করিয়া বসিয়া রহিল । ঈষৎ অন্ধকার কক্ষটির নীরবতায় সীতাপতিও একটা অনির্ব্বচনীয় ভাবে অনুভব করিতে লাগিল। অনেক ক্ষণ এইরূপে কাটিয়া গেল। 攀 সহসা যুবক সীতাপতির হাত ধরিয়া মৃদুস্বরে বলিল “আপনি তবে কৃতসংকল্প ?” সীতাপতির শরীর রোমাঞ্চিত হইল ! বলিল আিহ ।” যু। তবে চলুন-যে মহাশক্তির উৎস থেকে দিকে দিকে আজ সহস্র প্রচার-সরিৎ ধাবিত, সেই শক্তির আকরকে প্রণাম ক’রে যাই । আমরা সেবায় লোক বশ করব, বলে নয়। ভালবাসায় হিংসাদ্বেষ দূর ক’রে ভারতের লোককে একত্রিত করব, ভয় দেখিয়ে নয়। থাক বিভিন্ন জাতি, থাকু না বিভিন্ন ধর্ম্ম, আমাদের এক সেবাধর্ম্ম সব ধর্ম্মের সঙ্গে সঙ্গে সমগ্র ভারতের ধর্ম্মরূপে কোটি কোটি মানবের চিত্ত জয় করবে। আমাদের অন্য কোন কামনা নাই। ভারতের সব ধর্ম্মাবলম্বী সব জাতি এক সেবাধর্ম্মে মিলিত হয়ে “ভাই ভাই’ হোক। সকলের ঃখ সকলে অনুভব করুক। সকলে আজ পরমহংসদেবের উদেশের বলুক- W “সেদিন শুনিনি কথা,-আজি মোরা তোমার আদেশ শিৱ পাতি লব Yo