পাতা:অভিমানিনী.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিeেচ্ছদ “ন সে সব্বেস্তু টানেন্তু পুরিসো হােতি পণ্ডিতাে t ইখি পি পণ্ডিত হোতি তখ। তথু বিচক্‌খণ ॥” ধর্ম্মপাল । SumitaBot (আলাপ) ১৩:১১, ২৮ জুন ২০১৭ (ইউটিসি) দুপুর বেলায় তুলসী আসিয়া মাধুরী ও মালতীকে লইয়া নীহারের বাষ্ট্ৰ গেল। আগেই তুলসীর মুখে মাধুরী ও মালতী নীহারের কথা BDDBDBBS BB DDDBD DBB iD BDBDu DBDB BDDDBDSS আজ তাই দেখা করিাখার জন্য মাধুরী ও মালতী নীহারের বাড়ী গেল। নীহার ইচ্ছ: করিলে এতদিন গ্রামের অনেকের সহিত আলাপ করিতে পারিত, কিন্তু তাহার যেরূপ মনের অবস্থা তাহাতে সে একাকিনী থাকিতেই ভালবাসিত । এটা বুঝিত না যে পাঁচজনের সঙ্গে মিশিলে তাহার মনটা অনেকটা বিক্ষিপ্ত হইয়া শান্তিলাভ করিতে পারিত। কিন্তু tDDB BD DYt BDDYzmDBD DBDDDB BBBDBDSBD SLBD হইলে বিধর্ম্মীর ন্যায় তাহার স্পর্শও হয়ত সকলে ঘুণা করিবে । সেটা নীহার সহস্থ করিতে পাৱিত না । নীহার মাধুরী ও মালতীকে বসিবার আসন দিল। তুলসীওঁ অদূরে বসিল । মালতী বলিল “অনেকদিন থেকে আসব আসবে মনে কৰেিছ তা আসা আর ঘটে উঠে নি।” 鲁 নীহার একটু হাসিয়া বলিল “আমারও ইচ্ছা আপনাদের সঙ্গে