RoR অভিমানিনী চারদিকে ভাঙ্গা কাঠ, মাটির গামলা, লোহার টুকরা প্রভৃতি বিক্ষিপ্ত। একটা উৎকট দুৰ্গন্ধও নীরোন্দ্রের নাসিকায় প্রবেশ করিতে ছিল। বার বার তাহার পদ স্বলিত হইতে লাগিল। শেষে লোকটির হাত ধরিয়া এক ছোট চালাঘরের সামনে উপস্থিত হইল ; লোকটি তাহার মধ্যে প্রবেশ করিয়া একটি প্রদীপ জালিল । গোবিন্দ ও নীরেন্দ্র সেই ঘরে প্রবেশ করিলে, লোকটা মাটির উপর হইতে কতকগুলি আবর্জনা, কাঠের টুকরা প্রভৃতি সরাইয়া ফেলিল । DBDDD Duu DBDB DDBDu S DuuD DB S BDBD BDBB BBB S তক্তার নীচে হাপর, মুচি, কয়লার ঝুড়ি, প্রভৃতি ছিল। যন্ত্রপাতি গোছাইয়া লোকটি কয়লা ধরাইয়া আগুন জালিল। হাপরের সাহায্যে অল্পক্ষণের মধ্যেই আগুন বেশ ধরিয়া উঠিল। তখন লোকটি বলিল *क्नि " গোবিন্দ রূপার বাট বাহির করিয়া দিল। তাহার পর লোকটি যন্ত্রপাতি লইয়া মেকিটাক প্রস্তুত করিতে প্রবৃত্ত হইল। নীরেন্দ্র একদৃষ্টিতে লোকটির কার্য্যকলাপ দেখিতে লাগিল । অনেকক্ষণ পরে লোকটি হাপর ছাড়িয়া আগুন নিবাইয়া একটা জলে ভরা মাটির গামলার ভিতর গরম কতকগুলি ধাতুখণ্ড ফেলিল। জল সো সে করিয়া উঠিল। তার পর সেই জলে হাত ডুবাইয়া কতকগুলি টাকা বাহির করিয়া নীরেন্দ্রকে দিতে গেল। বলিল “এই নিন।” কিন্তু তাহার মুখের কথা শেষ না হইতেই ভয়ে তাহার মুখ পাণ্ডুবর্ণ হইয়া গেল। বলিল-“এ্যা-এ কি ? তুমি-তুমি এখানে কেন ?” নীরেন্দ্র চমকিয়া পিছন ফিরিয়া চাহিল। কম্পিত দীপালোকে দেখিল এক পরমসুন্দরী যুবতী। বদন অবগুণ্ঠনাকৃত নহে, মাথার uBB DDD DDDDD DuB Btt BDDB SS BDBDB BD D SL DgB
পাতা:অভিমানিনী.djvu/২১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।