পাতা:অভিমানিনী.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RSR অক্তিমানিনী আছে । আর একদিকে একখানা কাল বাণিশি করা টেবিল, তার উপর মখমলের উপর সাচ্চা কাজ করা একখানা টেবিলক্লথু । টেবিলক্লখের উপর সোণার ফ্রেমে বাথান একখানা ফটাে। ফটাে মালতীর । তলায় শচীন্দ্রের হাতে লেখা—“অভিমানিনী।” এই টেবিল, টেবিলের সাজসজ্জা ও ফটোফ্রেম ঘরটির অন্য আসাবাবের সহিত তুলনায় অত্যন্ত বিসদৃশ বােধ হইতেছিল। নীরেন্দ্র জানিত না, মালতীর সন্ধানে দেশদেশান্তরে ঘুরিয়া শচীন্দ্র শেষে হতাশহীদয়ে তাহার স্মৃতিমাত্র বুকে ধরিয়া জীবন যাপন করিতেছে। তাহার সমস্ত জীবন দাবানলদগ্ধ অরণ্যের মত । এই স্থলটিই কেবল ফলে ফুলে ভরা । शकिांद्र बक्षा আছে কেবল এই স্মৃতি । uuu DBBSY DBBBDSS uuuBuBS SDDD DDDD DDD BBD DDD বসিবার ঘরে গেল । ' শচীন্দ্র আসিয়া জিজ্ঞাসা করিল, “বাবা কেমন আছেন ?” নী। তিনি ত স্বাগল হয়ে গেছেন। কোন কথার ঠিক নেইকাজের ঠিক নেই। হঠাৎ দেখলে কিছু বোঝা যায় না, কিন্তু দু চারদিন কাছে থাকলেই বেশ ধরতে পারা যায়। রাত্রিতে শুনেছি। একেবারেই ঘুমান না। দিনের বেলায় দুপুরে ঘণ্টাখানেক কোনদিন ঘণ্টা দুয়েক ঘুমান। মাঝে একবার পোষ্যপুত্র নিয়েছিলেন শুনেছেন ত ? সে-ও তাকে ছেড়ে চলে গেছে। তার পর থেকেই কেবল উইল লিখছেন আর ছিড়ে ফেলছেন। তবে শান্ত পাগল। কোনরকম উপদ্রব Gš | শচীন্দ্র একটা দীর্ঘনিশ্বাস ফেলিল। সে তাহার পিতাকে ভালবাসিত। ত্যাজ্যপুত্র করিলেও তাহার মন হইতে পিতার প্রতি স্নেহ vxoTS * If I