পাতা:অভিমানিনী.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

390 অভিমানিনী সীতাপতি চেয়ারে বসিয়া মৃদুস্বরে বলিল-“এখন কেমন আছ ?” নীহার থামিয়া থামিয়া বলিল “আর বাবাকে মাকে (বশীক্ষণ কষ্ট দোব না। আমার গোটাকতক কথা বলার আছে। শক্তি থাকতে থাকৃতে বলে নিই। বেশী কথা বলুতে পারব না।” সী। আমারও ক'টা কথা বলবার আছে। তুমি সেরে ওঠ। তার পর বলব। নীহার মৃদু হাসিল। সেই ক্ষীণ হাস্তরেখা তাহার পাণ্ডুর বদনে কাতরতার ছবি জােগাইয়া তুলিল , বলিল—“তা হ’লে আমার আর শোনাই হবে না। যাক, আমার কথাগুলো বলে নিই। এ সময়ে আমার আর বলতে লজ্জা ইচ্ছে না। কথাগুলো না বলে আমি শান্তি পাব না। আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন-আমি দেখা করতে পারি নি। কেন পারি নি। তাও আপনাকে বলি। কিন্তু বলবার আগে তার জন্য ক্ষমা চেয়ে নিই।” সী। তা আর বলতে হবে না নীহার। তুমি যে কেন দেখা করতে পার নি, তা আমি তখনই বুঝেছিলুম। আমার দেখা করতে চাওয়াই তখন অন্যায় হয়েছিল। তার জন্য ক্ষমা প্রার্থনা কেন ? তুমি ত কোন দোষ ক’র নি । নী । কি জানি, আমার মন কেবলই বলছে, আমি আপনার কাছে অপরাধিনী । আপনি আমায় ক্ষমা না করলে আমি শান্তি, পাব। না। আমার মৃত্যু আসন্ন-আজি তাই মুখ ফুটে বলতে পাচ্ছি, আপনি আমার জন্যই জীবনে সুখী হ’তে পারলেন না। আমার জন্য আপনি BDDB D EBS DBB BBDBBDS DD KuBD BDDDBBDS DDS BDDD বৃথা হ’ল। হতাশ হয়ে আপনি সংসার ত্যাগ করলেন। শুনেছি जांशनि गब्रागैौ शब्राहम। कि कबूब ? अभिांद्र शांड हिल ना।