পাতা:অভিমানিনী.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ROර් নই। ছলনা কঁ’রে মৃত্যুশয্যায় তোমায় ভোলাতে পাৱব। না। ভগবান সাক্ষী, আমি বুকে হাত দিয়ে বলছি আমার জীবনের যা সুখ-আশা, সব তোমার সঙ্গে । তুমি যদি আমার তাঁও, তাহ’লেই আমি সুখী হ’ব । BB BBD g DDBBD DS DuYDiB BDDBBS BB DBDDDtSDuSEES এখন আর বাধা কিসের ? তোমার বিবাহ-কাহিনী মিথ্যা-গদাধর মরেছে। তুমি কেন আমায় সুখী করবে না ? নী। আপনি আমায় বিবাহ করবেন ? লোকে ধখন বলবে আপনার স্ত্রী আর একজনের স্ত্রীস্বরূপ তার গৃহে কাল কাটিয়েছে, তখন আপনি কি উত্তর দিবেন ? 舜 সী। আমি সব জানি নীহার। দেহে ও মনে তুমি সম্পূর্ণ শুদ্ধ। তোমার অঙ্গ স্পৰ্শমাত্র করতে চাইতেই তুমি গদাধরকে বাধা দিয়েছিলে । লোকে যা বলে বলুক। আমি লোকেরু কথা দানি না। বল, বল নীহার --তুমি আমায় বিবাহ করবে ? নীহার মৃদুস্বরে বলিল “এখন আর সমূয় কই ? আমার ত যাবার আর দেৱী নেই?” • নী। তা হ’লে তুমি রাজী ? বলি-বাল-এই কথাটি শোনবার জন্য আমি এখনও আশা রেখেছি। বল তুমি আমার । নীহারের গণ্ড রক্তিমাভ হইয়া উঠিল। বলিল-“যদি বাঁচতে পারতুম তা হ'লে--” সী। চুপ করলে কেন ? বলি-তাহলে তুমি আমার হ’তে ? নীহার মৃদুস্বরে বলিল “যদি আমায় গ্রহণ করতেন।” , সীতাপতি সাগ্রহে নীহারের করাধারণ করিল। বলিল “নীহার!” নীহার চক্ষু নিমীলন করিল। 鼎 তবে এস দেবতা-মন্দাকিনীর শীকরসিক্ত নন্দনবনজাত পারিজাতের