তৃতীয় পরিচ্ছেদ SNS ছিল । নগ্নপদ উত্তরীয়ধারী রঘুনাথ ও উমানাথকে *ে? খায়। রোদনের ‘রোল আরও বদ্ধিত হইল । রঘুনাথ বাহিরের ঘরে একখানি কম্বলের উপর চুপ কfরয়া পাড়য়া BDBSS DKDBB BDBDBDS DDB DBDBDDuDuuDuB S SYBDD DBDBBB S অনেকেই স্বৰ্গীয় বেসর্জার দোষ গুলি ভুলিয়া গুণে< উল্লেখ করিয়া তাহার মৃত্যুতে আক্ষেপ প্রকাশ করিতে লাগিলেন। ...ক’ত কেহ রঘুনাথকে সাস্তুনা দিতে লাগিলেন । রঘুনাথ অন্যমনস্ক ভাবে ঋসিয়া রীতিল । শোকের প্রথম আঘাত তখনও সে সামলাইয়া উঠিতে পারে নাই । সে আঘাতে সে একেবারে নিশ্চল হইয়া গিয়াছিল । তাহার কি হইয়াছে, সহসা পিতার মৃত্যুতে সে কতদর বিপদে পড়িয়াছে, তাহা ও সে তখন ভালরূপ ধারণা করিতে পারিতেছিল না । কেবল একটা 'অসহ্য যন্ত্রণায় তাহার বুক ফাটিয়া যাইতেছিল । রঘুনাথ সেইবার ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীণ হইয়াছিল। ংসারের কোথায় কি হইতেছে, ক’ত আয়, কত বায়, “ক রূপে সংসার চলিতেছে, এ সকল ভাবনা তাহার কিছুই ছিল না। আজ ও সহসা সে চিন্তা তাহার মনে উঠিল না । সে কেবল তাহার পিতা যেখানে বসিতেন, সেই চিরপরিচিত স্থলটি শূন্য দেখিতেছিল। তাতাতেই তাচার চক্ষু ফাটিয়া জল আসিতেছিল । উমানাথ রঘুনাথের কাছে ছিল না। সে বাড়ীর মধ্যে গৈয়া বসিয়াছিল । উভয় ভ্রাতার প্রকৃতি বিভিন্ন প্রকারের ছিল। রঘুনাথ মাতার ন্যায় শান্ত ও নির্বিরোধী ছিল । উমানাথ পিতার উচ্ছ অল্প প্রকৃ}তর আভাস পাইয়াছিল। রঘুনাথের পিতা উভয় পুত্রকেই ভ'ল বাসিতেন । একদিকে যেমন রঘুনাথ কি মনে করিবে এই ভয়ে অতি সপ্তপণে নিজ উচ্ছঙ্খলতা গোপন করিবার প্রয়াস পাইতেন, অন্যদিকে তেমনি উমা
পাতা:অভিমানিনী.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।