চতুর্থ পরিচ্ছেদ (SኮSÖ BuuuB BDkiB tB BBDBD DDD DDBD S SDSSSg DB BDDB করিল, যা হয় চোক, একবার পিতাকে বলিয়া দেখিকে বাহিরে গিয়া দেখিল বৈঠকখানায় তাহার পিতা একাকী বসিয়া তামাক খাইতেছেন। শচীন্দ্র বুঝিল এই সুযোগ । তথাপি “ক রূপে কথাটা পাড়িবে তাহা ঠিক করিতে পারিল না। বলিল, “দে দুটায় একখানা গাড়ী আছে। সেই খানায় যাবেন কি ?” হৃদয় । সেটায় আর যাওয়া হয় কৈ ? আমরা ছিল যেতে পাৰ্বতুম। বৌমাকে নিয়ে যেতে গেলে দেরী। তবে না ? এইবারই মুস্কিল। শচীন্দ্র বলিল, “আমরাই না? গা ধু আগে যাই না ?” হৃদয় । তা কি হয় ? যখন এসেছি, তখন একেবারে নিয়েই যাব । বোমা আবার পরে কার সঙ্গে যাবে ? শচীন্দ্রকে অগত্যা বলিতে চাইল “এদের এখন রেখে গেলে হয় হৃদয় । কেন ? কেন ? বেীমা কিছু বলেছেন না। ক ? শচীন্দ্র বড় বিপদে পড়িল । মালতীর অনুরোধে সে পি = t কে এ কথা বঁলিতে’ আসিয়াছে, তাহা কেমন করিয়া বলে ? অগত্যা ব’লয়া ফেলিল “না। এখন এই বিপদ। তাই বলছিলুম। কিছুদিন বাদেই না হয় যেত।” হৃদয়বাবু একটু হাসিলেন। বুঝিলেন বন্ধু নিশ্চয় কিছু বলিয়াছে। নহিলে যে শচীন্দ্র মুখ তুলিয়া কথা কহে না, সে এতগুলি কথা বলিয়া ফেলিতে পারিত না । ভাবিলেন, ছেলেটার মাথা খেয়েছে । মুখ হইত্নে ব্লাশীকৃত তামুকুটধূম নিৰ্গত কারিয়া দিয়া বলি: লন, “বাপু হে, তোমাদের চেয়ে আমরা ঢের বেশী বুঝি। তোমাদের ‘ কাসে ভাল হয় মন্দ হয়, তা আমরা যতটা বুঝি তোমাদের ততটা বোঝবাব সম্ভাবনা
পাতা:অভিমানিনী.djvu/৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।