পাতা:অভিমানিনী.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ මී(f fশষে রঘুনাথ শচীন্দ্রকে বলিল, “ভাই, তুমি আজ যাও। চ’বটা পাওয়া যাচ্ছে না। দিদি বোধ হয় কোথাও রেখে গেছেন । আমি এখনই জানিবার জন্যে দক্ষিণেশ্বরে লোক পাঠাচ্ছি। কাল তোমাদের বা ট্ৰ নিশ্চয় তিনার বাক্স পৌছে দেব ।” পিতা এ অবস্থায় গঙ্গানার বাক্সের জন্য এত পীড়াপী দু করায় শচীন্দ্র অত্যন্ত অপ্রতিভ হইয়াছিল। কিন্তু মনে মনে পিতা ও উপর অসন্তুষ্ট হইলেও মুখে কিছু বলিতে পারে না। রঘুনাথকে ব’লল, “সে কি ভাই। সে কি কথা ? সুবিধামত এক সময় দিলেই ঐ ধৈ ?” এই বুলিয়া, সে নিজেকে এই অপ্রীতিকর অবস্থা হইতে মুক্ত করিয়া দুৰ্গতিপদক্ষেপে ষ্টেশনের দিকে চলিয়া গেল ।