পাতা:অভিমানিনী.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ Sዕጫ }াহের কক্ষতলে একখানা আসন পাতিতে হুকুম দিয়া ! শুনি রঘুনাথকে সৈইখানেই আনিতে বলিলেন। রঘুনাথ আসিল । হৃদয়বাবু বিছানার উপর উঠিয়া বসিয়া বলিলেন, “এস, বাবা এস।” র। এই মালতীর গহনার বাক্স এনেছি। সিন্ধুকে স্ত্র চাবি পাওয়া যায় নি। ডালা ভেঙ্গে বঁার করতে হ’ল । হয় । বাস্তবিক চাবিটা গোলই বা কোথা ? গঙ্গানার বাক্সর চাবিটা কার কাছে ? র। মালতীর কাছেই আছে। YSS S0 DYSDDBBDB gKBD gD SS SDBDE S0SDBBDB SY vgjitë মালতী অবগুণ্ঠনে মুখ ঢাকিয়া আসিয়া দাড়াইল ! রঘুনাথ বলিল, এই তোর গহনার বাক্স এনেছি।” মা। চাবি ? র । চাবি তোর কাছে নেই ? DS S DS S tB BD BDBDB BTY0SSS S SSS BBD SEDL DEtD LYY চাবি ছিল । '7' দ্বাদয়বাবুর মুখ ক্রমশঃই গম্ভীর হইতেছিল। তিনি ব’ললেন, “তা ঙ্গলে সে চাবি ত হারিয়েছে। এখন বাক্স খোলবার উপায় ?” র। এটাও তা হলে ভাঙ্গতে হবে। অন্য কোনও চ'ব দিয়ে তি এ বাক্স খোলা যাবে না । এর বিলাতী কল । বাবা অনেক দেখে দেখে এটা কিনেছিলেন । ঈদয়বাবুর মুখ আরও গম্ভীব হইল । তিনি তা স্থার খানসামা স্বরূপকে ডাকিলেন। তঁহার হুকুমে সে ছেনী ও চাতুড়ি লইয়া আসিয়া কিছুক্ষণ চেষ্টার পর ব্যাক্স খুলিয়া ফেলিল ।