পঞ্চম পরিচ্ছেদ s , মালতী দৃঢ়স্বরে বলিল, “আমি নিজে দেখেছি বাবা গয়না ছাড়িয়ে &এনে আমার বাক্সয় রেখেছেন ।” হৃদয়বাবু ধমক দিয়া বলিলেন, “তুমি চুপ কর । বাড়ীর ভেতর DDDLSS SBDBD BDD BDBu BDB DD BB BDD 00SK DBD BDBBD D এই জন্যেই চাবি হারিয়েছে বলে ধূয়ো তুলেছিলে বটে ১ বাক্স আজি এখনই না খোলালে তা দিব্যি ফাঁকি দিতে দেখছি। জ্বাচ্চারি করতে BY DBDB DBD BBBLDDB KD DBBL DDD DDDSDD S00S0YSS DDD উপযুক্ত ছেলেও তেমনি আমার চোখে ধূলো দিতে এসেছেন । খুব কুটুম করেছিলুম যা’ হোক।” রঘুনাথের মুখে কথা সরিতেছিল না। সে কি-ই বা পলিবে ? এ সকল ঘটনার বিন্দুবিসর্গও সে জানিত না । অনেক চেষ্টা করিয়া বলিল, “আমি এর কিছুই জানি না।” 竣 হৃদয়বাবু হুঙ্কার দিয়া বলিলেন, “তা জানবে কেন ? এসব আমার কাজ, কেমন ? ছোটলোকের ছেলে যেমন হয় তেমনি হয়েছ। 'ওসব চালাকি আর ক’র না । আমার ও পষ্ট কথা শুনি যা ৪ । যদি ; এই গয়নাগুলি দিতে পাের ত এই বাড়ীতে ঢুকো, নহিলে আর এমুখে৷ * ***M না । আমি নিজে তোমার বাবার খাতায় দেখে এসেছি, গয়না যার যার কাছে বন্ধক আছে তাদের নাম লেখা আছে ; যদি আমার সঙ্গে সম্বন্ধ রাখতে চাও ত গয়নাগুলি খালাস করে দিয়ে মৃদু।” এই বলিয়া হৃদয়বাবু ফটফট করিয়া চটিজুতার শব্দ করতে করিতে সে ঘর হইতে চলিয়া গেলেন । বাহিরে ঝি চাকরেরা দাঁড়াইয়া মুচকি মুচকি হাসিতে ছিল। দেউড়িতে পাড়োজীর নিকটও এ সংবাদ পৌছিয়াছিল। সেও উদ্ধগামী দাড়ী চুমরাইতে চুমরাইতে বলিতেছিল, “ক্যা তাজব ?”
পাতা:অভিমানিনী.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।