পাতা:অভিমানিনী.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 অভিমানিনী মৃত্যুর পর চাইতে আমরা বাচিয়া আছি কি মাৰ্বিয়া গিয়াছি, আমার দিদিই সে খবর বাখেন না, তা আপনি ? বাবার শুরুদ্ধের দিনে পর্য্যন্ত একবার যান নাই।” কিন্তু এ সব কথা মনে উঠিলেও সে মুখে তাহা প্রকাশ করিল না । কারণ আজ সে যে সাহায্যপ্রার্থী হইয়া আসিয়াছে। রঘুনাথকে চুপ করিয়া থাকিতে দেখিয়া গঙ্গাধর বাবু বলিলেন, “তুমি এখন কি কচ্ছ ?” র। এইবারে ফোর্থ ইয়ারে উঠেছি। এই বৎসরে বি, এ, পরীক্ষা Cጻfቕ | গ। বেশ, বেশ । কোন কলেজে পড়ছে ? র । আজ্ঞে । মেট্ৰপলিটানে । গ্য । বাড়ী থেকেই যাতায়; ভূত করা নাকি ? র। আজ্ঞে না । তা আর সুবিধা হয় না । আমাদের মাটিন কোম্পানির রেলের অবস্থা" " জানেন । ওর উপর নির্ভর করে আর কলেজ করা যায় না । তা ছাড়া ৩, ৪ ঘণ্টা "গ আসতেই লাগে। গ । তাহলে আছ কোথা ?

  • ! ち、「び* <5びリび6マ (エび研 すaf@ 玄吋函夺f司夺闯 নিয়মে যেখানে ইচ্ছা সেখানে পাক বার যে নাই । কলেজের মেসেই ছাত্রদের থাকৃষ্ঠে

莎强目 গঙ্গাধর ব’ৰ্বর স্কুল কলেজের সঠিত সম্বন্ধ কোনকালেই বিশেষ ছিল DLSS BBBDD g0g DTD DBDK ALuD DBBBS BB DBBDDDB দেখান যাক { বলিলেন, “শু! আমার তা বাড়ী রয়েছে । এখানে এসে থাকলেষ্ট পারতে । তা যপন কলেজের মেসে না হলে তোমাদের থাকতে দেবে না। তখন আর কি করবে বল ?” র। আঞ্জে, আপনার এখানে থাকতে কিছু বাধা নাই। 'অভি