পাতা:অভিমানিনী.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 অভিমানিনী এই বলিয়া আবার নমস্কার করিয়া রঘুন’ উঠিয়া যাইতেছিল, এমন সময় গঙ্গাধর বাবুর্গক জানি কি ভাবিয়া বলিলেন, “উঠলে যে । বাড়ীর cख्ठठन या 3 न । 8t: }-" “আজ্ঞে” বলিয়া বাবুর পেয়ারের ভূত সদানন্দ হাজির হইল। তাহার মাথার টেরির বাহার দেখে কে ? গ। যা, বাবুকে বাড়ীর ভেতর নিয়ে যা । বলগে যা খোকাবাবুর ¥ff¥} cጫር፵ርጅ ! BDD DD DBDDBD BBBS0S uS BDBDS BD LKKD DBBD বলিল, “আন্দ্রে আসুন।” সে তখনও জানিতে পারে নাই যে রঘুনাথ আশ্রয়ের ভিখারী হইয়া তাঙ্গাদের বাড়ীতে আসিয়া দাড়াইয়াছে। রঘুনাথ বাড়ীর ভিতুর পৌছিয়া দেখিল, দালানে একখানি আসন BDL DDLBDS DBDBDBDB t DBuBBDBBD D DBBDS রঘুনাথ দিদিকে প্রণাম করিয়া পদধূলি লইল । সুশীলাসুন্দরী তাহাকে আসনের উপর বসিতে বলিলেন । পিতৃবিয়োগের পর এই প্রথম ভ্রাতা ভগিনীতে সাক্ষাৎ । ইহার মধ্যে এক বৎসর অতীত হইয়া গেছে। সেই এক বৎসরের দুঃখকষ্টপূর্ণ দিনগুলির স্মৃতি রঘুনাথের মনে জাগিতে লাগিল। সে চুপ করিয়া । द्रश्व् ि। সুশীলাসুন্দরী ভ্রাতার দিকে চাহিয়া রঙ্গিলেন। একবৎসর দেখা নাই। ইচ্চার মধ্যে রঘুনাথে ব কি চেহারা হইয়া গিয়াছে! সেই সুন্দব সুঠাম মুখ, সেই হৃষ্টপুষ্ট দেহ আর নাই। বর্ণ মলিন হইয়া গিয়াছে, দেহা কৃশ হইয়াছে। চুলগুলি রুক্ষ রুক্ষ ; পায়ে তালি দেওয়া একজোড়া জুতা। গায়ে একটা পুরাতন স্যাট ও চাদর। পরিধানে একখানা আধময়লা কাপড় ।