পাতা:অভিমানিনী.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ 8ዓ • সুশীলাসুন্দরীর আগেকার কথা মনে পড়িতে লাগিল ; বাবা বাচিয়া থাকিতে ভাই গুলিকে কতই না আদর করিতেন । • 4 ক বার খেলিতে খেলিতে কাপড়ে কঁাটার খোচা লাগিয়া সামান্য একটু fছাড়িয়া গিয়াছিল, সেই কাপড় পরিয়াছিল বলিয়া বাবা রঘুনাথকে ক’তষ্ঠ না। তিরস্কার করিয়াছিলেন । বলিয়াছিলেন, “আমি বেঁচে থাকৃতে তোদের ছেড়া কাপড় পরতে হবে না।” ভাল ভাল জুতা জামা দুই এক মাস ব্যবহার করিয়া রঘুনাথ উমানাথ পল্লীবালকদের বিতরণ করত । পিতা উৎসাহ দিতেন । সেই ভায়ের আজ এই বেশ ! সুশীলাসুন্দরীর হৃদয় করুণায় দ্রবীভূত হইয়া গেল । ভাইয়ের কাছে বসিয়া স্নেহময় স্বরে বলিল, “তোর চেহারা এমন হয়ে গেছে ?” সহানুভূতির স্বরে রঘুনাথের হৃদয় গল্লিয়া গেল । সুশীলাসুন্দরী যখন জিজ্ঞাসা করিল, “মা কেমন আছে ?” তখন রাখুনাথ আর থাকিতে পারিল না । গত বৎসরের দুঃখকষ্টের কাহিনী বাধা না মানিয়া তাহার भूथ ब्रिा दाश्ट्रि श्म! coन । সে কি দুঃখ কষ্ট তাঙ্কা রঘুনাথ ও সব জানিত না । রঘুনাথের মাতা, ধনীর গৃহিণী হইয়া এককালে যে সুখৈশ্বর্য্য ভোগ করিয়াছেন ও মুক্তহস্তে পাড়াপ্রতিবাসীদের দান করিয়াছেন, তিনিই শেষে পাল্পী করিয়া K BDD BD LDDLDLB DDBBDSS S DDLBDD KBDS BB LBDBB BD রূপুর বাসন এক একখানা বেচিয়া অর্থ সংগ্রহ করিতেন । মুখে বলিতে পারিতেন না যে এই জিনিসটা বেচিব । জিনিসটা অমনিই দান করিতেন। করিয়া বলিতেন, “আমায় কিছু টাকা আজি ধার দিতে পাের ?” যুহারা এককালে তাহার নিকট উপকার পাইয়াছিল। তাহারাও এ সময়ে জিনিসগুলির স্থায্য মূল্য প্রদান করিত না । গৃহিণী ও কিছু বলিতে পারিতেন না । যে যাহা দিত তাহাই লইয়া চলিয়া আসিতেন ।