পাতা:অভিমানিনী.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন প্রম পরিচেষ্ট্ৰচ্ছদ । “পরান্নভোজী পরাবসপিশায়ী যজজ্জীবতি তন্মরণম.।” হিতোপদেশ: { মাস শেষ হইলে রঘুনাথ গঙ্গাধর বাবুর বাড়ীতে উঠিয়া আসিল । তাহার অবস্থানের জন্য গঙ্গাধর বাবু একতলায় সরকারীদের দপূরখানার পার্শ্বে একটা ঘর নির্দিষ্ট করিয়া দিলেন । সুশীলাসুন্দরী ভ্রাতার শয়নের জন্য দ্বিতলের একটা ঘর পছন্দ করিয়া রাখিয়াছিলেন, কিন্তু অতটা বাড়াবাড়ি গঙ্গাধর বাবুর ভাল লাগিল না। তঁাতার ভাবগতিক দেখিয়া ; রঘুনাথ ও বলিল, “বেশ আছি দিদি নীচের তলায়। উপরে গোলমাল। নীচে কোন ও হাঙ্গাম নাই।” ত্যাঙ্গাম। কিন্তু বিলক্ষণই ছিল । পাশের ঘরে সরকার মামলাদের কলরব, কোলাহল, আস্ফালন, ডাবা হুকার ভাড়া ভড়া শব্দ, ১৫ কারদের তিরস্কার, বাজারের ফর্দ লইয়া বিতণ্ডা, সন্ধার পর তাস পেটাির পটাপট শব্দ, “ছকা” “বোম” রবে ঘরগুলি কঁাপিতে থাকত। রঘুনাথ ဇီးဇွဲ গোলমাল উপেক্ষা করিয়া তক্তাপোষের উপর বসিয়া কোেরাসিনের আলোকে পুস্তকের উপর ঝুকিয়া পড়িয়া অধ্যয়ন করিবার প্রয়াস পাইত। সে এখন সকলই সহিতে শিখিয়াছে। ; কিন্তু এ সুবিধাও তাঙ্গার অধিকদিন রহিল না। একদিন কালবেলা KBDDB DBD DDD DBBDBDBDLSS BBBDSS DDLLDuH