পাতা:অভিমানিনী.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ ዓ» গোবিন্দও নীলমাধবের মূর্ত্তি দেখিয়া ভয় পাইয়া গিয়াছিল। বলিল, “আঙ্গে, নীলমাধব বাবু, কিছু মনে করবেন না। বাৰু আছেন তি আছেন ভােলমানুষটি, কিন্তু একবার চট্টলে আর কিছু জ্ঞান থাকে না।” নীলমাধব তীব্রস্বরে বলিলেন, “চোপ ছুচো।” গোবিন্দ ভয়ে পাঁচ হাত পিছাইয়া গেল । তাতে হাত ঘসিতে ঘসিতে বলিল, “আন্দ্রে, আন্দ্রে, আমি ত কিছু বলিনি। আমার উপর রাগ করেন কেন ?” নীলমাধব কোনও উত্তর না দিয়া দ্রুতপদে ঘরের বাহির হইয়া Qኝ፱፻ኛባማ ! গোবিন্দ তখন মনে মনে বলিল, “তোমার বড় বড় হয়েছে । আচ্ছা তোমায় মজাটা দেখাচ্ছি।”